হিমালয়ের দেশ। চারপাশে উঁচু উঁচু পাহাড়। নেপালের নয়ন জুড়ানো সৌন্দর্যের ভেতর শুক্রবার প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট, বাংলাদেশ দল গতকাল ১৮ মার্চই পাড়ি জমিয়েছে নেপালে। 

সেখানে পৌঁছেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন ফুটবলাররা। পরীক্ষার পর সবাই নেগেটিভ আসেন। এরপর শুক্রবার সকালেই জিম সেশন শুরু করে জেমি ডে শিষ্যরা। এই দিন বিকেলেই দলগত অনুশীলনও শুরু করে বাংলাদেশ দল। 

বাংলাদেশের চেয়ে কিছুটা বাড়তি ঠান্ডা থাকলেও দলের ফুটবলাররা সবাই ভালো আছেন বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। প্রথম দিনের অনুশীলন শেষে গোলরক্ষক আনিসুর রহমান জিকো জানিয়েছেন, এই কয়েকদিনে নিজেদের মধ্যেকার বোঝাপড়া বাড়াতে চান তারা। 

তিনি বলেন, ‘কালকে আমরা টেস্টের জন্য নমুনা দিয়েছি। আজকে সবাই নেগেটিভ এসেছে। আসার পর আজকে সকালে জিম সেশন করেছি। বিকালে ট্রেনিং করেছি। এখন আমরা ফুল কোচিং স্টাফ পেয়েছি। আমাদের গোলকিপার কোচ চলে এসেছে। আশা করি আমরা এই ট্রেনিং সেশনে যেই সময়টা পাবো নিজেদের ভেতর বোঝাপড়াটা আরও ভালো করবো। এরপর সামনে যে ম্যাচ আছে, দেশকে ভালো ফল উপহার দেবো।’

নেপালে দলের সঙ্গে যোগ দিয়েছেন গোলরক্ষক কোচ ওয়াটকিস। শুক্রবার সকালে এসেছেন তিনি। আগামীকাল শনিবার বাংলাদেশ দলের অনুশীলন সীমাবদ্ধ থাকবে কেবল জিমে। আই লিগ শেষ করে বাংলাদেশে ফিরলেও এখনো নেপালে যাননি অধিনায়ক জামাল ভূঁইয়া, আগামী ২২মার্চ দেশটির উদ্দেশে রওনা হওয়ার কথা তার।

এমএইচ