জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজ নিজেদের করল আফগানিস্তান
আগের ম্যাচেও এসেছিল দারুণ জয়। সেই ধারাবাহিকতা ধরে রেখে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের বিপক্ষে জিতল আফগানিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা নিজেদের করে নিলো আসগর আফগানের দল। মোহাম্মদ নবীর অলরাউন্ড নৈপুণ্যে ৪৫ রানের বড় জয় পেয়েছে স্বাগতিকরা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরুতেই অবশ্য ধাক্কা খায় তারা। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরত যান ওপেনার রহমানউল্লাহ গুরবাজ। এরপর দারুণ জুটি গড়ে উঠে করিম জিনাত ও উসমান গানির মধ্যে।
বিজ্ঞাপন
হাফ সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থেকে ৫ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৪৯ রান করে ওসমান গনি আউট হন। ভেঙে যায় ১০৯ রানের জুটি। অবশ্য ফিফটি করেন করিম জিনাত। ৩ চার ও ৪ ছক্কায় ৩৮ বলে ৫৩ রান করে রায়ান বার্লের বলে বোল্ট হয়ে সাজঘরে ফেরত যান তিনি।
শেষদিকে ঝড় তুলেন মোহাম্মদ নবী। ২ চার ও ৪ ছক্কায় ১৫ বলে ৪০ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৯৩ রানের বড় সংগ্রহ পায় আফগানিস্তান। জিম্বাবুয়ের পক্ষে ৪ ওভারে ৪৪ রান দিয়ে ২ উইকেট পান ব্লেসিং মুজারেবানি।
বিজ্ঞাপন
জবাব দিতে নেমে প্রথম বলেই উইকেট হারায় জিম্বাবুয়ে। শুরুর এই ধাক্কা আর সামলাতে পারেনি তারা। সর্বোচ্চ ২৯ বলে ৪০ রান আসে রায়ান বার্লের বলে। ১৭তম ওভারের প্রথম বলে অলআউট হওয়ার আগে ১৪৮ রান করে জিম্বাবুয়ে। ৩ ওভারে ৩০ রান দিয়ে তিন উইকেট নেন রশিদ খান। ৩ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন মোহাম্মদ নবী।
এমএইচ