গতি, সুইং ও বৈচিত্র্য! একজনের কাছেই যদি থাকে এমন তিন অস্ত্র তবে প্রতিপক্ষের ব্যাটসম্যানরা তো দিশেহারা হবেনই। ট্রেন্ট বোল্টের আগুনে বোলিংয়েই শনিবার পুড়েছে বাংলাদেশ দল। তার বোলিং ফাঁদে তছনছ ব্যাটিং লাইনআপ। সিরিজের প্রথম ওয়ানডেতে অলআউট মাত্র ১৩১ রানে। এরপর যা হওয়ার তাই হলো। মাত্র ২ উইকেট হারিয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে হেসে খেলে জয়।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের নিজের চেনা মাঠে শুরু থেকে শেষ অবধি একই ছন্দ ধরে রাখলেন বোল্ট। আউটের আগে দুর্দান্ত কয়েকটি আউট সুইঙ্গারে তামিমকে বিপাকে ফেলেন বাঁহাতি এই পেসার। এরপর আচমকাই সুইং করালেন না। কিন্তু তামিম ভাবলেন সুইং হচ্ছে। বল সোজা ছোবল দেয় প্যাডে। আম্পায়ার জানিয়ে দেয় পড়েছেন লেগ বিফোরের ফাঁদে।

একেবারে ছকে ফেলে আউট। তামিমকে বধের সেই প্রসঙ্গটা উঠতেই ম্যাচ শেষে ট্রেন্ট বোল্ট বলছিলেন, ‘তামিমের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আমার। এর আগেও তাকে বেশ কয়েকবার আউট করেছি। ও ভালো খেলোয়াড়। ওকে দ্রুত ফেরাতে পারলে আমাদের জন্য ভালো। ওই বলটা স্টাম্প মিস করে গেছে, এটাই খারাপ লেগেছে।’

কিউই এই বাঁহাতি পেসার তামিম ইকবালকে ফিরিয়ে শুরু করেন অভিযান। তারপর তুলে নেন আরও তিন উইকেট। ৮.৫ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা তিনিই। সব মিলিয়ে পরিকল্পনার ফাঁদে ফেলেন টাইগার ব্যাটসম্যানদের। অবশ্য পরিকল্পনার ব্যাপারটা ঠিক মানতে রাজি নন তিনি, ‘পুরোপুরি পরিকল্পনা ছিল, সেটি বলব না। দিনটাই বল মুভমেন্টের জন্য বেশ ভালো ছিল।আমার সুইংয়ের ওপর নির্ভর করেছি। তামিমকে সামনের পায়ে এনে বল ভেতরে ঢোকাতে চেয়েছিলাম।’

সেই চেষ্টায় সফল তিনি। তামিমের বিপক্ষে দ্বৈরথে এগিয়ে গেলেন বোল্ট। যদিও অন্যরা দ্বৈরথের কথা বললেও তিনি মানতে নারাজ। ম্যাচশেষে বোল্ট বলছিলেন, ‘এসব প্রসঙ্গ মাথায় থাকে না। পুরো দল মিলে ড্রেসিংরুমে প্রতিপক্ষের খেলোয়াড়দের নিয়ে আলোচনা হয়। সেটি মেনে খেলার চেষ্টা করি সবাই। তাছাড়া এমন কন্ডিশনে কীভাবে বল করতে হয়, তা আমরা জানি।’

ইউনিভার্সিটি ওভালে বল হাতে আগেও সফল বোল্ট। এবার ২৭ রানে ৪ উইকেট। ডানেডিনের এই মাঠে আর কোনো বোলার একবারের বেশি চার উইকেট নেই। এটা নিশ্চয়ই তার লাকি ভেন্যু। বোল্ট বলছিলেন, ‘আমি এখানে খেলতে বেশ উপভোগ করি। মনে হচ্ছে উইকেট বেশ উন্নতি করেছে। আমি গত কয়েক সপ্তাহে তিনবার এখানে এসেছি। এখানকার অনুশীলন সুবিধা, উইকেট এবং দর্শকদের ভিড়, সবই ভাল লাগে।’

বোল্টের সেই ভাল লাগাতেই প্রথম ওয়ানডেতে পথ হারিয়ে পিছিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার ক্রাইস্টচার্চে পরের ম্যাচ। দিবা-রাত্রির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

এটি/এমএইচ