সৌম্যকে নিয়ে টানাহেঁচড়ার ব্যাখ্যা দিলেন অধিনায়ক
দলে টপ অর্ডার ব্যাটসম্যান বেড়ে যাওয়ায় সৌম্য সরকারের ভূমিকায় পরিবর্তন আসে। টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়, নিচের দিকে দ্রুত গতিতে রান তোলার জন্য সাত নম্বরে ভাবা হচ্ছে সৌম্যকে। এজন্য ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্যকে সাতে খেলানো হয়। পরের সিরিজেই আবার অবস্থান পরিবর্তন হয়েছে সৌম্যর। নিউজিল্যান্ডের বিপক্ষে সাত থেকে আবার তিনে নিয়ে আসা হয় তাকে। সৌম্যকে নিয়ে টানাহেঁচড়ার কারণ কি? ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক তামিম ইকবাল।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সৌম্যকে তিনে খেলানোর ব্যাখ্যা দিতে গিয়ে তামিম বলেন, ‘বাংলাদেশে এ কথাটা আমরা বলেছি যে, সৌম্যকে আমরা সাত নম্বরের রোলে দেখছি। কিন্তু আমরা আজকে যে দলটি নিয়ে খেলেছি, এ দলটি যদি আপনারা কম্বিনেশন দেখেন, আমাদের ষষ্ঠ বোলার ছিল না। রিয়াদ ভাই তার ব্যাক ইনজুরির কারণে বল করতে পারছেন না, হয়তো পুরো সিরিজে বল করতে পারবেন না। আমাদের ষষ্ঠ বোলার ছিল সৌম্য।’
বিজ্ঞাপন
করোনার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সে সিরিজের আগেই সিদ্ধান্ত পাকা হয়, সৌম্য নিয়মিত সাত নম্বরে খেলবেন। ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচে ব্যাটিংয়ের নামার সুযোগ পাননি এ বাঁহাতি ব্যাটসম্যান। এক ম্যাচে ব্যাট করতে নেমে ৭ রানের বেশি করতে পারেননি। ৭ নম্বরে নেমে আগের দুই ম্যাচে করেছেন ৩৯ রান।
অভিষেকের পর সৌম্য সবচেয়ে বেশি খেলেছেন ওপেনিংয়ে। সেখানে সফল তিনি। ৩৭ ইনিংসে প্রায় ৩৪ গড়ে সাড়ে এগারশোর মতো রান আছে তার। তিনে খেলেছেন ১৩ ইনিংস, সেখানে প্রায় ৪০ গড়ে ৫১২ রান। অথচ সৌম্যকে নিচে নামিয়ে দেয় টিম ম্যানেজমেন্ট। সেখান থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে আবার তিনে খেলানো হয়। এদিন ব্যাট হাতে ব্যর্থ সৌম্য। ফিরেছেন রানের খাতা খোলার আগেই। বার বার ব্যাটিং অর্ডার পরিবর্তনের প্রভাব পড়ছে তার ওপর?
বিজ্ঞাপন
তামিম জানালেন, ‘যে কম্বিনেশনে আজকে খেলেছি, সে হিসেবে তিন নম্বরে ব্যাটিং করার জন্য সৌম্যই যথার্থ ছিল। যদি আপনারা খেলোয়াড়গুলো দেখেন, যারা যারা আজকে খেলেছে। সেখানে সৌম্য ছিল তিন নম্বরে খেলার মতো। আর যেহেতু ও তিনে খেলেছে আগে, নিউজিল্যান্ডে ওর অভিজ্ঞতা আছে। এ কারণেই তাকে তিন নম্বর রোলে খেলাতে হয়েছে। দ্বিতীয়ত আমরা পাঁচটা বোলার নিয়ে খেলেছি, এ পাঁচটা বোলারের মধ্যে যদি কেউ ভালো না করে, তাহলে আমার ষষ্ঠ অপশন হিসেবে সৌম্যই আছে। এটাই মূল কারণ।’
টিআইএস/এটি/এমএইচ