সবশেষ টেস্ট ক্রিকেটে ২০১৭ সালে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন সাকিব আল হাসান। দীর্ঘ ৬ বছর হয়ে গেছে তবুও সাদা পোশাকের ক্রিকেটে ম্যাজিক ফিগারের দেখা পান না সাকিব। আজ (বুধবার) মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিখরা কাটানোর দারুণ সুযোগ পেয়েছিলেন। যদিও সেঞ্চুরি থেকে মাত্র ১৩ রান বাকি থাকতে সাকিব ফিরেছেন ৮৭ রান করে।

সেঞ্চুরি করতে না পারায় হতাশ সাকিবও। দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে টাইহারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স এমনটাই জানালেন। এমনকি সিডন্সের চেয়েও বেশি হতাশ সাকিব।

যেমনটা বলছিলেন সিডন্স, ‘আউটটা কিছুটা হতাশাজনক ছিল তার জন্য। আমার মনে হয় বোলার ট্যাকটিক্সে বদল এনেছিল। অফ স্টাম্পের অনেক বাইরে বল করছিল আর তাকে এই শট খেলতে প্ররোচিত করেছে। আমার চেয়ে সাকিবই বেশি হতাশ। কিন্তু মুশফিক দারুণ ইনিংস খেলেছে আজ, সাকিবও ছিল অসাধারণ।’

সিডন্স যোগ করেন, ‘আমার মনে হয় সাকিব যেভাবে চেয়েছে সেভাবেই খেলেছে। পুরো ইনিংসজুড়েই সুইপ শট ভালো খেলেছে। কিন্তু ওই ট্যাকটিক্স প্রয়োগ করার পর সম্ভবত এটা ভুল শট ছিল। ব্যাটিংয়ে একটি ভুল করলেই আপনি আউট। আমার মনে হয় না সেঞ্চুরির দিকে যাওয়ার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে। ৮০ এর কিছু বেশি রান ছিল তার, ওয়ানডেতে আরও কাছাকাছি ছিল। আমি নিশ্চিত সে একটা সেঞ্চুরি পেতে চাইবে, কিন্তু দলের প্রতি তার অবদানে আমরা খুশি। ’

সাকিবের ব্যাটিংয়ের প্রশংসায় এই কোচ আরো বলেন, ‘সাকিব দ্রুত রান করেছে। কিন্তু আকাশে বল মারেনি। সে যখন ব্যাটিং করেছে, আমার মনে হয় সেই আজকে আমাদের সেরা ব্যাটার ছিল। খুবই নিয়ম মেনে খেলেছে। আমরা তিন উইকেট হারিয়ে ফেলেছিলাম, এরপর সে দারুণভাবে তুলে এনেছে। একসঙ্গে বড় জুটি গড়েছে আর খুবই ভালো অবস্থানে নিয়ে এসেছে।'

এসএইচ/এফআই