বাংলাদেশের হয়ে প্রথম ওয়ানডে সেঞ্চুরির মালিক মেহেরাব হোসেন অপি। তবে আন্তর্জাতিক ক্যারিয়ারটা খুব বেশি বড় ছিল না। সবশেষ ২০০৩ সালে জাতীয় দলের হয়ে খেলেছেন ডানহাতি এই ব্যাটার। খেলোয়াড়ি জীবন থেকে অবসরে যাওয়ার পর অবশ্য জড়িয়েছিলেন কোচিং পেশায়। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন অপি। এরপর কাজ করেছেন সহকারী কোচ হিসেবেও। সবশেষ এবার দায়িত্ব পেলেন নির্বাচক হিসেবে।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ থেকে অনূর্ধ্ব-১৯ পর্যন্ত বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে নতুন করে বিসিবি থেকে দায়িত্ব পেলেন অপি। যদিও বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে আরও রয়েছেন হান্নান সরকার, সাজ্জাদ আহমেদ শিপন, হাসিবুল হাসান শান্ত ও এহসানুল হক সেজান।

নতুন করে এই দায়িত্ব পাওয়ার খবর ঢাকা পোস্টকে অপি নিজেই জানিয়েছেন। তিনি বলেন, ‘বৃহস্পতিবারই আমি চিঠি হাতে পেয়েছি। ইস্যু হয়েছিল আগেই কিন্তু আমি ঢাকার বাইরে থাকার কারণে চিঠিটা আগে নিতে পারিনি। এক বছরের জন্য দায়িত্ব আর কি। প্রতি বছর চুক্তি নবায়নের কথা রয়েছে।’

নতুন দায়িত্ব পেয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে অপি আরও বলেন, ‘সবসময় ইচ্ছা পোষণ করতাম যে এরকম একটা দায়িত্বের জন্য। এই দায়িত্ব পেয়ে আমি সত্যিই খুবই আনন্দিত। ইনশাআল্লাহ আশা রাখি সামনে ভালো কিছু কাজ করতে পারব। কোচিংয়ের নলেজটাও আছে সেটাও সাহায্য করবে সিলেকশন প্রক্রিয়াতে। আমি বিশ্বাস করি, এখানে অনেক ট্যালেন্টেড খেলোয়াড় আছে। সেখান থেকে সঠিক খেলোয়াড়দের বেছে নিয়ে আসতে হবে। সকলের কাছে দোয়া প্রার্থনা করি যেন ভালো কাজ করতে পারি।’

এসএইচ/ওএফ