শুভমন গিলের অর্ধশতরানের ওপর ভর করে বৃহস্পতিবার জয়ের ধারায় ফিরেছে গুজরাট টাইটান্স। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের তিন নম্বরে উঠে এসেছে তারা।

কালকের ম্যাচের শেষ দিকে বিরাট নাটক দেখা গেল। শেষ ওভারে জিততে গুজরাটের দরকার ছিল ৭ রান। স্যাম কারেনের প্রথম বলে এক রান নেন মিলার। দ্বিতীয় বলে শুভমনের অফস্টাম্প উড়িয়ে দেন কারেন। পরের দু’টি বলে দু’টি রান হয়। শেষ পর্যন্ত ২ বলে চার রান দরকার ছিল। সে অবস্থায় মাথা ঠান্ডা রেখে গুজরাটকে আরও একটি ম্যাচে জেতালেন রাহুল তেওটিয়া।

তবে গুজরাটের জয়ের আসল কাণ্ডারি শুভমনই। তিনি রান পেলে গুজরাট হেরেছে এমন ঘটনা খুব কমই দেখা গেছে। এ দিনও ঋদ্ধিমান সাহাকে নিয়ে শুরুটা ভালোই করেছিলেন তিনি। পাওয়ার প্লেতে যতটা সম্ভব বেশি রান তুলে নেওয়ার লক্ষ্য ছিল গুজরাটের। সেই লক্ষ্যে সফল হয় তারা। ঋদ্ধিমানকে হারালেও প্রথম ৬ ওভারে ৫৬ রান উঠে যায়।

বল হাতেও শুরুটা দুর্দান্ত করেছিল গুজরাট। দ্বিতীয় বলেই পঞ্জাবের ওপর আঘাত হানেন মহম্মদ শামি। তুলে নেন প্রভসিমরন সিংকে। আগের ম্যাচে ৯৯ রান করা শিখর ধাওয়ান এ দিনও শুরুটা করেছিলেন ধীরগতিতে। কিন্তু তিনিও আট রানের বেশি করতে পারেননি। জোশুয়া লিটলের বলে শট ঠিকঠাক হয়নি। লং অনে ক্যাচ নেন আলজারি জোসেফ।

মাঝখানে ধস সামাল দেওয়া গেলেও রানের গতি খুব একটা ভালো ছিল না পাঞ্জাবের। ফলে দেড়শোর থেকে সামান্য বেশি রানেই থেমে যায় তারা।

এনএফ