বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্যারিয়ারের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্টে ১৩৬ রান করে হইচই ফেলে দিয়েছিলেন মাহমুদুল হাসান জয়। এরপর অবশ্য দ্রুত আলোচনায় আসলেও পরবর্তীতে তিনি ফর্ম হারিয়েছিলেন। যে কারণে বাদ পড়ে যান জাতীয় দল থেকে। এরপর নিজেকে নিয়ে তিনি কাজও করেছেন। সবশেষ আজ (২ জুন) সিলেটে ‌‘এ’ দলের হয়ে করেছেন ম্যাচ বাঁচানো এক সেঞ্চুরি।

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে ম্যাচের শেষদিনের পুরোটাতেই ব্যাট হাতে লড়েছেন জয়। ১৪ চারে ২৬৮ বলে ১১৪ রানে অপরাজিত থেকে তিনি ম্যাচ ড্র করে ক্রিজ ছাড়েন। এমন ইনিংস খেলার পর নিজের প্রতি আত্মবিশ্বাস বেড়েছে বলে জানিয়েছেন যুব বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে জয় বলেন, ‘সেঞ্চুরি করলে সব ব্যাটারেরই ভালো অনুভূতি থাকে, কারণ এর মাধ্যমে আত্মবিশ্বাসটা অনেক বেশি হয়। আমিও অনেক খুশি। সেঞ্চুরি সব ব্যাটারের জন্যই স্পেশাল। তেমনি এটাও আমার জন্য স্পেশাল।’

আরও পড়ুন >> জয়-রাব্বির ব্যাটে উইন্ডিজদের সঙ্গে টাইগারদের ড্র

চলতি মাসেই মাঠে গড়াবে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট। এই টেস্টে বাংলাদেশ দলে নিজের সুযোগ কতটা দেখছেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা আসলে নির্বাচকদের সিদ্ধান্ত, আমি জানি না। আমি শুধু পারফর্ম করার আমি পারফর্ম করে গেছি। এটা আমার সিদ্ধান্ত না। নির্বাচকরাই ভালো জানেন।’

আজ শেষদিন সিলেটের উইকেটে ব্যাট করা বেশ কঠিন ছিল। সেখানকার উইকেট নিয়ে জয় বলছিলেন, ‘চতুর্থ দিন আসলে উইকেট একটু টার্নিং থাকে। উইকেট ভালোই ছিল। চ্যালেঞ্জিং অবশ্যই। শেষদিনের উইকেট সবসময় চ্যালেঞ্জিং থাকে।’

এসএইচ/এএইচএস