সাকিবকে পেয়ে কলকাতা লিখল, স্বাগত শাকিব
সাকিব আল হাসানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলা নিয়ে জলঘোলা হয়েছে অনেক। শ্রীলঙ্কা সফরের টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলতে চেয়েছিলেন সাকিব, প্রথমে সেই অনুমতিও দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
কিন্তু পরে সাকিবের এক সাক্ষাৎকারের পর সাকিবকে আইপিএল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনার কথা জানায় তারা। যদিও শেষ পর্যন্ত আইপিএল খেলতে গত ২৭ মার্চ (শনিবার) বাংলাদেশ ছাড়েন সাকিব।
বিজ্ঞাপন
ইতোমধ্যেই কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগও দিয়েছেন তিনি। সর্বশেষ নিলাম থেকে তিন কোটি রুপিতে সাকিবকে দলে ভেড়ায় তারা। সাকিবকে নিজেদের ডেরায় পেয়ে উচ্ছ্বসিত নাইট রাইডার্স শিবির।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশি অলরাউন্ডারকে স্বাগত জানিয়েছে তারা। যদিও সাকিবের নামের বানান ‘শাকিব’ লিখেছে কেকেআর। তারা লিখেছে, ‘শান্ত রাখতে পারবেন না! স্বাগত শাকিব। দেখুন, কে মাত্রই চেক ইন করেছে!’
বিজ্ঞাপন
কেকেআরের অনুশীলনে যোগ দেওয়ার আগে সাত দিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে সাকিবকে। এরপরই দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। এর আগেও কেকেআরের হয়ে আইপিএল শিরোপা জিতেছেন এই অলরাউন্ডার।
এমএইচ