করোনা আক্রান্ত বাংলাদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক
মোহাম্মদ আশরাফুলের করোনা পজিটিভ হওয়ার পর রোববার এসেছে আরও একটি দুঃসংবাদ। করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশের বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি। জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুরের হয়ে খেলছেন তিনি।
সোমবার থেকে রাজশাহীতে খুলনার বিপক্ষে রংপুরের হয়ে মাঠে নামার কথা ছিল আকবরের। তার আগেই করোনা পজিটিভ হওয়ার দুঃসংবাদ পেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
আকবর সহ রংপুরের আরও দুই ক্রিকেটার করনো আক্রান্ত হয়েছেন। বিষয়টি রংপুর দলের নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, গত শুক্রবার করোনা পরীক্ষা করানো হয়। তাতেই রিপোর্টে পজিটিভ এসেছে তাদের।
আজ (রোববার) আরেকটি পরীক্ষা হয়েছে আকবরদের। এই পরীক্ষার ফল নেগেটিভ আসলে আগামীকাল এনসিলের দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন তারা। আগামীকাল অর্থাৎ সোমবার (২৯ মার্চ) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খুলনার বিভাগের বিপক্ষে দ্বিতীয় রাউন্ডে মাঠে নামবে রংপুর বিভাগ।
বিজ্ঞাপন
টিআইএস/এমএইচ