ম্যাচ সেন্টার : এবারও জেতা হলো না বাংলাদেশের
প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদুল্লাহ রিয়াদদের। নিউজিল্যান্ডের নেপিয়ারে হওয়া এই ম্যাচের লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট-
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
স্কোর-
নিউজিল্যান্ড: ১৭৩/৫, ১৭.৫ ওভার (ফিলিপস ৫৮*, মিচেল ৩৪*, গাপটিল ২১; মেহেদি ২/৪৫, সাইফ ১/৩৫)
বাংলাদেশ: ১৪২/৭, ১৭ ওভার (সৌম্য ৫১, নাইম ৩৮, মাহমুদউল্লাহ ২১; সাউদি ২/২১, ব্যানেট ২/৩১, মিলনে ২/৩৪)
ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ২৮ রানে জয়ী।
— BLACKCAPS (@BLACKCAPS) March 30, 2021
— BLACKCAPS (@BLACKCAPS) March 30, 2021
— BLACKCAPS (@BLACKCAPS) March 30, 2021
— ICC (@ICC) March 30, 2021
— BLACKCAPS (@BLACKCAPS) March 30, 2021
— BLACKCAPS (@BLACKCAPS) March 30, 2021
— BLACKCAPS (@BLACKCAPS) March 30, 2021
এমএইচ/এটি