প্রথম টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হারের পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সিরিজ বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মাহমুদুল্লাহ রিয়াদদের। নিউজিল্যান্ডের নেপিয়ারে হওয়া এই ম্যাচের লাইভ আপডেট দিচ্ছে ঢাকা পোস্ট-

ম্যাচের সঙ্গে সিরিজ হারল বাংলাদেশ

আশা জাগিয়েও জেতা হলো না বাংলাদেশের। সৌম্য সরকারের ব্যাটে জ্বলে উঠেছিল যে আশার আলো, সেটা নিভেছে অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায়। বাংলাদেশ বৃষ্টি আইনে ম্যাচ হেরেছে ২৮ রানে। তাতে অধরাই থাকল নিউজিল্যান্ডে টাইগারদের ম্যাচ জয়ের স্বপ্ন। নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করেছে বাংলাদেশ।

এই পরাজয়ে এক ম্যাচ আগেই টি-টোয়েন্টি সিরিজও হারল টাইগাররা।

স্কোর-

নিউজিল্যান্ড: ১৭৩/৫, ১৭.৫ ওভার (ফিলিপস ৫৮*, মিচেল ৩৪*, গাপটিল ২১; মেহেদি ২/৪৫, সাইফ ১/৩৫)
বাংলাদেশ: ১৪২/৭, ১৭ ওভার (সৌম্য ৫১, নাইম ৩৮, মাহমুদউল্লাহ ২১; সাউদি ২/২১, ব্যানেট ২/৩১, মিলনে ২/৩৪)

ফল: বৃষ্টি আইনে নিউজিল্যান্ড ২৮ রানে জয়ী।

ফিফটি করে আউট সৌম্য

দারুণ ব্যাট করে তুলে নিলেন ফিফটি। কিন্তু তিনি স্থায়ী হলেন না এরপর। ৫ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫১ রান করে টিম সাউদির বলে সাজঘরে ফেরত গিয়েছেন তিনি।

স্কোর : বাংলাদেশ ১১০/২ (২৪ বলে দরকার ৬০ রান)

পঞ্চাশ ছাড়িয়ে লড়ছে বাংলাদেশ

বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশের সামনে ১৭০ রানের লক্ষ্য। সে টার্গেট টপকাতে নেমে শুরুতেই ওপেনার লিটন দাসের উইকেট হারিয়ে বসে টাইগাররা। মাত্র ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। পরে নাইমের সঙ্গে সৌম্য সরকারের বিধ্বংসী ব্যাটিংয়ে পাওয়ার-প্লের ৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে বাংলাদেশ দল।

জয়ের জন্য ১৬ ওভারে বাংলাদেশের চাই ১৭০

বাজে বোলিং আর ফিল্ডিং মিসের খেসারত দিতে হচ্ছে গোটা সিরিজ জুড়ে। ওয়ানডে সিরিজের পরে সে ধারাবাহিকতা টি-টোয়েন্টি সিরিজেও। আগের ম্যাচের মতো এ ম্যাচেও হাত গলিয়ে বের হয়ে গেছে একাধিক ক্যাচ। গ্রাউন্ডস ফিল্ডিংও যাচ্ছেতাই। এ সুযোগটা বেশ ভালোভাবে নিয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। দ্বিতীয় দফায় বৃষ্টি শুরুর আগে ১৭ ওভার ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কিউইরা। বৃষ্টি আইনে এখন বাংলাদেশের জয়ের জন্য ১৬ ওভারে দরকার ১৭০ রান। 

ফের বৃষ্টি

বাংলাদেশের দাপটের পর বন্ধ হয়েছিল ম্যাচ। ফিরে এসে উইকেটও পেয়েছিলেন মেহেদী। কিন্তু পরে ডেরেল মিচেল ও গ্লেন ফিলিপস ঝড় তুলেন ব্যাট হাতে। এরপরই শুরু হয় বৃষ্টি। ফিলিপস ৩১ বলে ৫৮ ও ১৬ বলে ৩৪ রান করে অপরাজিত আছেন মিচেল। স্কোর : ১৭৩/৫ (১৭ ওভার ৫ বল)

আরও এক উইকেট মেহেদীর

গত ম্যাচেও দারুণ বল করেছিলেন, করলেন এই ম্যাচেও। মেহেদী হাসান পেলেন সাফল্যও। উইল ইয়ংয়ের পর তুলে নিলেন মার্ক চাপম্যানের উইকেট। ৮ বলে ৭ রান করে সাজঘরে ফেরত গেছেন তিনি।

থেমেছে বৃষ্টি, ফের ম্যাচ শুরু

তবে স্বস্তির খবর-আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে- খুব বেশি লম্বা হচ্ছে না বৃষ্টির এই বিরতি। ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে বৃষ্টি থেমেছে। উইকেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে কাভারও। ফের শুরু হয়েছে ব্যাট-বলের লড়াই!

নিউজিল্যান্ড : ১২.২ ওভারে ১০২/৪

বৃষ্টিতে খেলা বন্ধ 

মাঝপথে যখন বাংলাদেশের দাপট, তখনই এলো বৃষ্টির হানা। ব্যাটে-বলে যখন লড়াই জমজমাট তখনই নেমে আসে বেরসিক বৃষ্টি। এর আগে হওয়া ১২ ওভার ২ বলের খেলায় ৩ উইকেট হারিয়ে ১০২ রান করেছে নিউজিল্যান্ড।

উইকেট পেলেন মেহেদীও

শুরুতে কিছুটা চাপে থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। তাসকিনের পর উইকেট পাওয়ার তালিকায় যোগ দিয়েছেন সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও মেহেদী হাসান। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরত গেছেন উইল ইয়ং।

মেহেদীর বলে এগিয়ে এসেছিলেন তিনি। বলটা একটু স্লো করে দিয়েছিলেন মেহেদী। তাতেই ইয়ংকে ফাঁকি দিয়ে বল চলে যায় লিটন দাসের হাতে। দ্রুতই উইকেট ভেঙে ফেলেন এই উইকেটরক্ষক। ১৭ বলে ১৪ রান করে সাজঘরে ফেরত যান ইয়ং।

সাইফের পর আঘাত হানলেন শরিফুলও

তাসকিন আহমেদ নিজে পেলেন উইকেট, সাইফউদ্দিনের বলে নিলেন দুর্দান্ত ক্যাচও। এই ক্যাচের পরের ওভারেই আবার উইকেট পান শরিফুল। গাপ্টিলের পর সাজঘরে ফেরেন আগের ম্যাচে দারুণ খেলা ডেভেন কনওয়ে। এবার ক্যাচ নেন মোহাম্মদ মিঠুন। ৫৫ রানেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে নিউজিল্যান্ড।

উইকেট পেলেন তাসকিন

প্রথম ওভারে স্পিনারের হাতে দায়িত্ব তুলে দিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। নাসুম আহমেদের করা ওই ওভার থেকে ৯ রান নেয় নিউজিল্যান্ড। পরের ওভারে ৭ রান দেন মোহাম্মদ সাইফউদ্দিন, নিজের দ্বিতীয় ওভারে নাসুম দেন চার রান।

এরপরই আসেন তাসকিন আহমেদ। প্রথম বলেই তাকে বিশাল ছক্কা হাঁকান ফ্যাবিয়েন অ্যালেন। পরের বলেই সহজ ক্যাচ মিস করেন অধিনায়ক মাহমুদুল্লাহ। তাতে উইকেট না পাওয়ার হতাশায় পোড়েন তাসকিন। তবে সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ওই ওভারের পঞ্চম বলেই উইকেট নেন তাসকিন। তার বলে নাঈমের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান ফ্যাবিয়েন অ্যালেন। ১০ বলে ১৭ রান করেন তিনি। ৪ ওভার তিন বলে ১ উইকেট হারিয়ে ৩৯ রান করেছে নিউজিল্যান্ড।

একাদশে নেই মুশফিক

টি-টোয়েন্টিতে হারিয়েই গিয়েছিলেন তাসকিন। ২০১৮ সালের ১০ মার্চ শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফিতে খেলেন শেষবার। ফের জায়গা পেলেন তিনি। তিন বছরের বেশি সময় পর টি-টোয়েন্টিতে খেলছেন তাসকিন। তবে দলে নেই মুশফিকুর রহিম। কাঁধ ও আঙুলের চোটের প্রথম টি-টোয়েন্টিতে না খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার নেই এই ম্যাচেও। তবে সৌম্য সরকার নিজেকে মেলে ধরার আরেকটি সুযোগ পেলেন।

ফিল্ডিংয়ে বাংলাদেশ

নেপিয়ারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ সময় ১২টায় মাঠে নামবে টাইগাররা। আগের ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে হেরে গিয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের দল।

নেই মুস্তাফিজ, আছেন তাসকিন

একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান। তার জায়গায় খেলবেন আরেক পেসার তাসকিন আহমেদ। ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করলেও প্রথম টি-টোয়েন্টির একাদশে ছিলেন না তিনি। 

প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬৬ রানের বড় ব্যবধানে হারার ম্যাচে সুবিধা করতে পারেননি মুস্তাফিজও। ৪ ওভার বল করে ৪৮ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। 

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

 এমএইচ/এটি