কন্যার সেলফিতে রোকনের পরিবার

এই প্রজন্মের ক্রিকেটপ্রেমীদের কাছে আল শাহরিয়ার রোকন নামটা অপরিচিত মনে হতেই পারে। আবার পরিসংখ্যান দিয়েও তাকে চেনার উপায় নেই। ১৫ টেস্টে ৬৮৩ রান। আর ২৯ ওয়ানডেতে ৩৭৪ করা ব্যাটসম্যানকে আলাদা করবেনই বা কী করে! তিনি যে বাংলাদেশ ক্রিকেটে দীর্ঘশ্বাসের প্রতিশব্দ। পরিসংখ্যান এটা বলবে না যে তিনি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্টাইলিশ ব্যাটসম্যান। যিনি যেতে পারতেন অনেক দূর।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর এখন স্থায়ীভাবেই থাকছেন নিউজিল্যান্ডের নেপিয়ারে। নিজ শহরেই যখন খেলতে গেল বাংলাদেশ দল, তখন আর ঘরে বসে থাকেন কি করে? মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে গ্যালারিতে দেখা মিলল রোকনের। 

স্ত্রী- দুই সন্তানকে নিয়ে মাহমুদউল্লাহ রিয়াদদের খেলা দেখতে হাজির ৪২ পেরিয়ে যাওয়া রোকন। নেপিয়ারের ম্যাকলিন পার্কের গ্যালারিতে স্ত্রী-সন্তান নিয়ে হাসোজ্জ্বল একটি ছবিও পোষ্ট করলেন ফেসবুকে নিজের টাইমলাইনে। যদিও বেরসিক বৃষ্টি স্বস্তি দেয়নি গ্যালারির দর্শকদের।

সেই ২০০৩ বিশ্বকাপ ও বিশ্বকাপ পরবর্তী অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতার পরই যে জাতীয় দল থেকে বাদ পড়েন রোকন। তারপর আর ফেরা হয়নি জাতীয় দলে। কিছুদিন ঘরোয়া ক্রিকেটে খেলে পুরো পরিবার নিয়ে চলে যান নিউজিল্যান্ডে।

অভিষেক টেস্টের এই সদস্য আছেন নেপিয়ারে। সেখানেই স্থানীয় এক দলের প্রশিক্ষকের দায়িত্বে আছেন বাংলাদেশের এক সময়ের এই তারকা ক্রিকেটার।

এটি/এমএইচ