চার-ছক্কার বৃষ্টিতে ফিফটি সৌম্যর
সৌম্য সরকারকে নিয়ে অভিযোগের অন্ত নেই সমর্থকদের। তবে বাঁহাতি এ ব্যাটসম্যানের ওপর আস্থা রেখেছে বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্ট। বার বার ব্যর্থ হলে সৌম্যকে খেলিয়ে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। দলের প্রয়োজনের মুহূর্তে জ্বলে উঠলো সৌম্যর ব্যাট। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৬ ওভারে ১৭০ রান টপকাতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ফিফটি তুলে নিয়েছেন তিনি। মাত্র ২৫ বলে ৫টি চার ও ৩টি ছয়ে সফরের প্রথম ফিফটির স্বাদ পান তিনি।
৩ ম্যাচ ওয়ানডে সিরিজে একেবারেই সুবিধা করতে পারেননি সৌম্য। ডানেডিনে শূন্য রানে ফেরার পর মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ২৩১ রান করেছিলেন বটে, তবে তৃতীয় ও শেষ ওয়ানডেতেও রান খরা তার ব্যাটে। ১ রান করে আউট হন সৌম্য।
বিজ্ঞাপন
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুর ম্যাচেও রান পাননি তিনি। করেন মোটে ৫ রান। আজ মঙ্গলবার সিরিজ বাঁচানো ম্যাচে জ্বলে উঠেছেন তিনি। ওপেনার লিটন দাস আউট হলে ক্রিজে আসেন তিনি। শুরু থেকে হাত খুলে খেলতে থাকেন সৌম্য। চার-ছক্কার পসরা সাজিতে বসেন তিনি। এরই এক ফাঁকে মাত্র ২৫ বলে এ ফরম্যাটে নিজের তৃতীয় ফিফটি তুলে নেন সৌম্য।
বিজ্ঞাপন