দশক সেরা টি-টোয়েন্টি দলে নেই বাংলাদেশি কোনো ক্রিকেটার
মাত্র কয়েকটা দিন। এরপরই শেষ হয়ে যাবে চলতি দশক। টি-টোয়েন্টিতে চলতি দশকের বছরের সেরা একাদশ বেছে নিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে জায়গা পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার।
একাদশে সর্বোচ্চ চার জন জায়গা পেয়েছেন ভারতের। অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের আছেন দুই ক্রিকেটার। এছাড়া দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের একজন করে একাদশে সুযোগ পেয়েছেন।
বিজ্ঞাপন
২০১০-২০২০ এই দশ বছরের সেরা একাদশে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিস গেইলের সঙ্গে রোহিত শর্মাকে বেছে নিয়েছে আইসিসি। তিন নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চকে।
মিডল অর্ডারে চার, পাঁচ ও ছয় নম্বরে যথাক্রমে রাখা হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, অবসরে যাওয়া সাবেক দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এবিডি ভিলিয়ার্স ও অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে।
বিজ্ঞাপন
আইসিসির দশক সেরা একাদশে জায়গা পেয়েছেন চলতি বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। দলে আছেন ক্যারিবীয়ান অলরাউন্ডার কাইরন পোলার্ড।
স্পিনার হিসেবে আছেন আফগানিস্তানের রশিদ খান। আর দুই স্বীকৃত পেসারের মধ্যে দলে জায়গা পেয়েছেন জসপ্রিত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
আইসিসির দশক সেরা টি-টোয়েন্টি একাদশ : ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), রোহিত শর্মা (ভারত), অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবিডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), গ্লেন ম্যাক্সওয়েল (অস্ট্রেলিয়া), মহেন্দ্র সিং ধোনি (ভারত), কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ), রশিদ খান (আফগানিস্তান), জসপ্রিত বুমরাহ (ভারত) ও লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।
এমএইচ/এটি