আইপিএল মিশনে সোমবার দেশ ছাড়ছেন মুস্তাফিজ
মুস্তাফিজুর রহমান/ফাইল ছবি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন মৌসুমে রাজস্থান রয়্যালসের হয়ে খেলবেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।এখন দেশের হয়ে নিউজিল্যান্ড সফরে আছেন তিনি। সেখান থেকে আগামী রোববার বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। তবে বিশ্রামের সুযোগ নেই তার। ফিরেই পরের দিন অর্থাৎ সোমবার আইপিএলের মিশনে দেশ ছাড়বেন তিনি।
ঢাকা পোস্টকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, ‘রোববার দলের সঙ্গে বাংলাদেশে আসবেন মুস্তাফিজ। ফিরে আগামী ৫ এপ্রিল (সোমবার) আইপিএল খেলতে যাবেন তিনি। তবে কোন ফ্লাইটে বা কখন রওয়ানা করবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। মুস্তাফিজ দেশে আসলে নির্ধারণ হবে।’
বিজ্ঞাপন
তবে সোমবার দেশ ছাড়লেও রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম ম্যাচটিতে মাঠে নামতে পারবেন না কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া এ বাঁহাতি পেসার। কারণ, ভারতে গিয়ে সে দেশের নিয়ম অনুযায়ী ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে তাকে। মুস্তাফিজের কোয়ারেন্টাইন পর্ব শেষ হওয়ার আগে নিজেদের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে রাজস্থান। আগামী ১২ এপ্রিল তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।
আইপিএল ক্যারিয়ারে বেশ ভালো সুখস্মৃতি আছে মুস্তাফিজের। নিজের প্রথম আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে নেমে দলের শিরোপা জয়ে ভূমিকা রেখেছিলেন তিনি। পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। আইপিএলে সানরাইজার্সের পর টুর্নামেন্টটির আরেক দল মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেছেন মুস্তাফিজ। এবার নাম লেখিয়েছেন রাজস্থান শিবিরে। আইপিএলের ১৪তম আসরের জন্য নিলাম থেকে ভিত্তিমূল্য ১ কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান।
বিজ্ঞাপন
টিআইএস/এটি