এবার কোহলির দলেও করোনার হানা
দেবদূত পাড্ডিকল
করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কে পুরো বিশ্ব। এমন সময়েই ভারতে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আগামী ৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। কিন্তু এর আগে করোনা হানা দিয়েছে আইপিএলের বেশ কয়েকটি দলে। সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার অক্ষর প্যাটেল এবং চেন্নাই সুপার কিংসের এক সদস্যের পর এবার করোনায় আক্রান্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরুর দেবদূত পাড্ডিকল। রোববার তার দলের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। আপাতত আইসোলেশনে রাখা হয়েছে তাকে।
বিজ্ঞাপন
কর্ণাটকের এই ব্যাটসম্যানের চোট বিরাট কোহলির দলের কাছে বড় ধাক্কা। আইপিএলের গত আসরে ছন্দে ছিলেন পাড্ডিকল। ১৫ ম্যাচে ৪৭৩ রান করেছিলেন তিনি। ওপেন করতে নেমে মাথা ঠান্ডা রেখে তাঁর ইনিংস নজর কেড়ে নিয়েছিল কোহলির। ভূয়সী প্রশংসা করেছিলেন ভারতীয় অধিনায়ক।
করোনায় আক্রান্ত হওয়ার ফলে অন্তত শুরুর দুটি ম্যাচ খেলতে পারবেন না পাড্ডিকল। আইপিএলের প্রথম দিনেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামবে আরসিবি। পাড্ডিকল না থাকায় ইনিংস উদ্বোধন নিয়ে চিন্তা বাড়ল কোহলির।
বিজ্ঞাপন
চলতি বছর ভারতের দুই ঘরোয়া প্রতিযোগিতাতেই ভালো খেলেছেন পাড্ডিকল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৬ ম্যাচে ২১৮ রান করেছেন। বিজয় হাজারে ট্রফিতে ৭ ম্যাচে ১৪৭.৪০ গড়ে ৭৩৭ রান করেন তিনি।
এমএইচ /এটি