গামিনি ডি সিলভা/ফাইল ছবি

ফের নতুন করে করোনা প্রভাব বিস্তার করেছে বাংলাদেশে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যের সংখ্যায় আগের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। করোনায় টালমাটাল বাংলাদেশ ক্রিকেটও। জাতীয় ক্রিকেট লিগের একাধিক ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। এবার আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা।

গামিনির করোনা আক্রান্তের খবর নিশ্চিন্ত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘প্রধান কিউরেটর ছুটি নিয়ে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল। সে কারণেই তার কোভিড পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় তিনি কোভিড পজিটিভ হন।’

দেবাশিষ আরও যোগ করেন, ‘১৫ দিন বিশ্রামে থেকে চিকিৎসা নিতে হবে বলে আপাতত তার শ্রীলঙ্কায় নিজ দেশে যাওয়া হচ্ছে না। এরপর দ্বিতীয় পরীক্ষায় নেগেটিভ হলেই দেশে ফিরতে পারবেন।’

বাংলাদেশ ক্রিকেটে এখন ব্যস্ততা নেই। করোনার কারণে বন্ধ আছে দেশের ক্রিকেট। স্থগিত হয়ে গেছে জাতীয় লিগের খেলা। জাতীয় দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাবে। এ সময় ছুটির জন্য আবেদন করেছিলেন গামিনি। সেটি মঞ্জুর করেছে বোর্ড। দেশে ফেরার আগে করোনা টেস্টের নমুনা দিয়েছিলেন এই লঙ্কান। হাতে পাওয়া ফলে পজিটিভ শনাক্ত হয়েছেন তিনি।

টিআইএস/এটি/এনইউ