ব্যাট হাতে প্রত্যাশার বেলুনটা চুপসে গিয়েছিল শুরুতেই। শেষ দিকে নেমে যে কয়েকটা বল পেয়েছিলেন কাজে লাগাতে পারেননি। তবে বল হাতে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেকে প্রথম বলেই সাকিব আল হাসান মেলে ধরলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রোববার বোলিংয়ের শুরুটা ভালো হলেও পরে সেটা ধরে রাখতে পারেননি।

আইপিএলের এবারের আসরে নিজের প্রথম বলেই উইকেট পান সাকিব। ইনিংসের তৃতীয় ওভারে বল হাতে নিয়েই ঋদ্ধিমান সাহাকে বোল্ড করেন নাইটদের এই বাংলাদেশি তারকা। তবে চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে তার দল সফল হলেও তিনি তেমন কিছু করতে পারেননি। বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ৬ উইকেটে তুলে ১৮৭ রান। 

তার আগে ব্যাট হাতে সাত নম্বরে সুযোগ পান সাকিব। খেলার সুযোগ পান ৫ বল। কিন্তু তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩ রান। শেষে ভুবনেশ্বর কুমারের বলে আব্দুল সামাদের ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। 

তবে বল হাতে অনেকটা পুষিয়ে দিয়েছেন সাকিব। প্রথম সুযোগেই তুলে নেন উইকেট। সব মিলিয়ে বোলিং ফিগার ৪-০-৩৪-১। 

আইপিএলে এখন অব্দি সাকিব খেলেছেন মোট ৬৪ ম্যাচ। ব্যাট হাতে তুলেছেন ৭৪৯ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৬৬ রান। বল হাতে নিয়েছেন ৫৯টি উইকেট। বল হাতে সেরা সাফল্য ১৭ রানে ৩ উইকেট।

এটি/এমএইচ/ওএফ