শনিবার ৬ কিংবদন্তি ক্রিকেটারকে ‘হল অব ফেম’ এ জায়গা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো ক্রিকেটারকে হল অব ফেম ঘোষণা করল। 

গত শনিবার পিসিবির বোর্ড অব গর্ভনেন্সের সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। ছয় ক্রিকেটারের মধ্যে আছেন দেশটির প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। এছাড়াও আছেন হানিফ মোহাম্মদ, ইমরান খান, জাভেদ মিয়াদাদ, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও জহির আব্বাস। 

পিসিবি জানিয়েছে এখন থেকে প্রতি বছর তিনজন ক্রিকেটারকে এমন সম্মান দেওয়া হবে। স্বাধীন জুরিবোর্ড এই তিন ক্রিকেটার নির্বাচন করবে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাঁচ বছর পর আগে অবসর নেওয়া ক্রিকেটাররা ‘হল অফ ফেম’ হওয়ার জন্য বিবেচিত হবেন। 

পাকিস্তানের কিংবদন্তি ডানহাতি ব্যাটসম্যান এই সম্মান পাওয়ার পর বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি এই স্বাীকৃতি পেয়ে। প্রতিটা ক্রীড়াবিদই স্বপ্ন দেখে তার কাজের স্বীকৃতি পাওয়ার। আমি নিশ্চিত যখন তরুণ ক্রিকেটাররা এই ব্যাপারে শুনবে, তারা তাদের পরিশ্রম বাড়িয়ে দেবে। প্রতিটা স্বীকৃতিই সবাইকে অনুপ্রাণিত করে।’

এমএইচ/এটি