আবারও নিউজিল্যান্ডের সেরা ক্রিকেটার কেন উইলিয়ামসন
কেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘স্যার রিচার্ড হ্যাডলি পদক’ জেতাটা যেন ডালভাতে পরিণত হয়েছে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য। অতি সম্প্রতি আবারও পুরস্কারটি জিতেছেন তিনি। এর ফলে গেল ছয় বছরে চতুর্থবারের মতো এ পদক উঠেছে উইলিয়ামসনেএ হাতে।
সর্বশেষ বছরের সেরা ক্রিকেটার তো বটেই, সেরা টেস্ট ব্যাটসম্যান আর প্রথম শ্রেণির ক্রিকেটারের পদকটাও উঠেছে তার হাতেই৷
বিজ্ঞাপন
চমক আছে সীমিত ওভারের ক্রিকেটেও। মাত্র মাসচারেক আগে অভিষিক্ত হওয়া ডেভন কনওয়ে জিতেছেন বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার। আরেক অভিষিক্ত ড্যারিল মিচেল পেয়েছেন বর্ষসেরা অলরাউন্ডারের খেতাব। এদিকে নারী ওয়ানডে ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন এমি স্যাটার্থওয়েট আর টি-টোয়েন্টির সেরা হয়েছেন এমিলিয়া কার।
এনইউ/এটি
বিজ্ঞাপন