শ্রীলঙ্কায় হোটেলবন্দি সময় শেষে মাঠে মুমিনুলরা
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। গত ১২ এপ্রিল লঙ্কায় পা রেখে তিন দিনের কোয়ারেন্টাইনে ছিল টাইগাররা। সেই কোয়ারেন্টাইনের মেয়াদ শেষ হয়েছে গত ১৪ এপ্রিল রাতে। তিন দিনের কোয়ারেন্টাইনের মেয়াদ শেষে দুই দফা করোনাভাইরাস পরীক্ষার পর নেগেটিভ সনদ নিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে অনুশীলন শুরু করেছে সফরকারীরা।
করোনা মহামারি চলাকালে এটি বাংলাদেশ দলের দ্বিতীয় বিদেশ সফর। কিছুদিন আগে নিউজিল্যান্ডে খেলে এসেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখানে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল তামিম ইকবাল, মুশফিকুর রহিমদের। তবে শ্রীলঙ্কায় এতো কড়াকড়ি নেই। মোটে ৩ দিনের হোটেলবন্দি কোয়ারেন্টাইন। এরপর দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল লড়াইয়ে নেমে পড়বে টাইগাররা।
বিজ্ঞাপন
তার আগে আজ প্রথম দিনের অনুশীলন ছিল বাংলাদেশ দলের। এদিন স্কিল অনুশীলন সেরেছেন ক্রিকেটাররা। পেস বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ করেছেন আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, খালেদরা। টিম লিডারের দায়িত্ব নিয়ে যাওয়া খালেদ মাহমুদ সুজন উইকেটরক্ষক লিটনের দায়িত্ব বুঝিয়ে দেন। ব্যাটসম্যানরা নিজেদের ঝালিয়ে নেন এদিন। পাশাপাশি ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে ফিল্ডিং অনুশীলনও করে সফরকারীরা।
কোয়ারেন্টাইন শেষের পর আজ ১৫ এপ্রিল ও আগামীকাল ১৬ এপ্রিল দুইদিন অনুশীলন করবে বাংলাদেশ দল। এরপর আগামী ১৭-১৮ এপ্রিল কাতুনায়েকে ভেন্যুতে নিজেদের মধ্যে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুমিনুল হকরা।
বিজ্ঞাপন
এই প্রস্তুতি ম্যাচের পর ১৯ এপ্রিল নেগাম্বুয়া ছেড়ে প্রথম ম্যাচের ভেন্যু ক্যান্ডিতে যাবে বাংলাদেশ দল। সেখানে অনুশীলনের পর ২১ এপ্রিল প্রথম ম্যাচ। একই মাঠে আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে লাল-সবুজে প্রতিনিধিরা। এরপর ২২ দিনের সফর শেষ করে ৪ মে দেশে ফেরার বিমানে উঠবে বাংলাদেশ দল।
টিআইএস/এটি