দুই ম্যাচ টেস্ট সিরিজের আগে প্রস্তুতির খুব বেশি সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল, যেমনটি সবশেষ নিউজিল্যান্ড সফরে পেয়েছিল। তবে দুইদিনের একমাত্র প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ব্যাটসম্যানরদের রান পাওয়াকে স্বস্তি হিসেবে দেখছে বাংলাদেশ দল। এই পরিকল্পনা শ্রীলঙ্কার বিপক্ষে প্রয়োগ করতে চান ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।

লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয়টি মাঠে গড়াবে আগামী ২৯ এপ্রিল। এই সিরিজের ফলাফল নিয়ে এখনই চিন্তা করতে রাজী নন শান্তরা। বাঁহাতি এই ব্যাটসম্যান জানালেন, সুদূরপ্রসারী নয়, প্রতি সেশনে দৃষ্টি থাকবে তাদের।

শ্রীলঙ্কা থেকে পাঠানো এক ভিডিও বার্তায় শান্ত বলেন, ‘টেস্ট খেলাটাই এ রকম। আমার কাছে মনে হয় যে যত ধৈর্য্য নিয়ে, সময় নিয়ে ব্যাটিং বা বোলিং করবে, সফল হওয়ার সম্ভাবনা ওই টিমেরই বেশি থাকবে। আমার মনে হয় যে অত লম্বা চিন্তা না করে আমরা যদি সেশন বাই সেশন চিন্তা করি, তাহলে আরেকটু সহজ হবে। তো ওটাই পরিকল্পনা যে আমরা কীভাবে সেশন বাই সেশন ভালো করতে পারি।’

দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে রান পেয়েছেন তামিম, সাইফ, মুশফিকরা। সবাই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করে বাকিদের সুযোগ দিতে মাঠ ছেড়েছেন। একই পথ অনুসরণ করেছেন শান্তও। নুরুল হাসান সোহান ৪৮ রান করে স্বেচ্ছায় অবসরে গেছেন। সবে মিলিয়ে ব্যাটসম্যানের প্রস্তুতিতে তৃপ্তা শান্ত।

শান্ত জানান, ‘আমার মনে হয় এটা খুব ভালো একটি প্রস্তুতি, টেস্ট ম্যাচ শুরুর আগে। যেটা করতে চেয়েছিলাম আজকে, ওই পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পেরেছি। আশা করছি এই শেপে যদি ব্যাট করতে পারি তাহলে আমাদের টেস্ট ম্যাচের জন্য ভালো হবে।’

শ্রীলঙ্কার আবহাওয়া নিয়ে শান্তর ভাবনা, ‘অবশ্যই ওটা (আবহাওয়া) তো চ্যালেঞ্জিং। আসলে ওটা নিয়ে খুব বেশি কিছু বলার সুযোগ নেই। কারণ এই আবহাওয়াতেই আমাদের খেলতে হবে। আমরা দুই-তিন সেশন অনুশীলন করছি। আজকে একটা ম্যাচ খেললাম, কালকেও খেলব। সব মিলিয়ে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খুব বেশি আসলে চিন্তা করার অপশন নাই। এই আবহাওয়ায় খেলতে হবে।’

টিআইএস