শুরুটা দারুণ করেছিলেন রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। কিন্তু এই দুইজনের বিদায়ের পরই খেলাটা কেমন ধীরগতির হয়ে গেল। শেষ পর্যন্ত অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ১৫১ রানের বেশ ভালো লক্ষ্যই দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। 

শনিবার চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। কুইন্টন ডি কককে নিয়ে গড়েন ৫৫ রানের উদ্বোধনী জুটি। ২ চার ও ছক্কায় ২৫ বলে ৩২ রান করে রোহিত সাজঘরে ফেরত গেলে এই জুটি ভেঙে যায়। এরপর ১ চার ও ছক্কায় ৬ বলে ১০ রান করে আউট হয়ে যান সুরইয়া কুমার ইয়াদবও।

৫ চারে ৩৯ বলে ৪০ রান করে আউট হয়ে যান ওপেনার কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটি ভেঙে যাওয়ার পর আর সেভাবে কোনো জুটি গড়তে পারেননি মুম্বাইয়ের ব্যাটসম্যানরা। তবে শেষে কাইরন পোলার্ডের ইনিংসের উপর ভর করে লড়াই করার মতো পুঁজি পায় মুম্বাই।

১ চার ও ৩ ছক্কায় ২২ বলে ৩৫ রান করেন মুম্বাই ইন্ডিয়ানস। হায়দরাবাদের পক্ষে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২ উইকেট পান মুজিব উর রহমান। ৩ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বিজয় শঙ্কর।

এমএইচ