মুস্তাফিজদের ১৮৯ রানের লক্ষ্য দিলো চেন্নাই
শুরুর দিকে চেন্নাই সুপার কিংস ব্যাটসম্যানদের ভালোভাবেই চেপে ধরেছিল রাজস্থান রয়্যালস। এরপর ফাফ ডু প্লেসিস আক্রমণাত্মক হলেন, যদিও ইনিংস লম্বা করতে পারলেন না খুব একটা। মঈন আলী, সুরেশ রায়না ও আম্বাত্তি রাইডুর ছোট ছোট ইনিংসের কল্যাণে শেষ পর্যন্ত বেশ বড় সংগ্রহই পেয়েছে চেন্নাই। রাজস্থানকে ১৮৯ রানের লক্ষ্য দিয়েছে তারা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সাঞ্জু স্যামসান। উদ্বোধনী জুটিতে ২৫ রান যোগ করার পর ঋতুরাজ গায়কোয়াডের উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ১ চারে ১৩ বলে ১০ রান করে সাজঘরে ফেরত যান তিনি।
বিজ্ঞাপন
আক্রমণাত্মক খেললেও ইনিংস লম্বা করতে পারেননি আরেক ওপেনার ফাফ ডু প্লেসিস। ৪ চার ও ২ ছক্কায় ১৭ বলে ২৩ রান করে সাজঘরে ফেরত যান এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান।
এরপর মঈন আলীর সঙ্গে ৩৩ রানের জুটি গড়েন সুরেশ রায়না। ২ চার ও ১ ছক্কায় ২০ বলে ২৬ রান করে মঈন আর ১৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরত যান রায়না।
বিজ্ঞাপন
মাঝে তিন ছক্কায় ১৭ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন আম্বাত্তি রাইডু। শেষদিকে ডোয়াইন ব্রাভোর ৮ বলে ২০ রানের ইনিংসের ওপর ভর করে বড় সংগ্রহ পায় চেন্নাই।
নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৮৮ রান করে তারা। রাজস্থানের পক্ষে ৪ ওভারে ৩৬ রান দিয়ে তিন উইকেট নেন চেতেন শাকারিয়া এবং ৪ ওভারে ৩৭ রান দিয়ে এক উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
এমএইচ/জেএস