বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি। ব্যাটিং ও বোলিং দুই ভূমিকাতেই দলের জয়ে অবদান রাখেন। সাকিব আল হাসান থাকলে তাই দল পায় বাড়তি শক্তি। আসন্ন শ্রীলঙ্কা সফরে থাকবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। তাকে মিস করবে দল, এমনটিই জানিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত থাকায় বুধবার থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে খেলবেন না সাকিব আল হাসান। লঙ্কানদের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে সর্বোচ্চ ২৯ উইকেটও তার দখলে। 

সাকিবের মতো ক্রিকেটার যেকোনো দলের জন্যই যেকোনো ফরম্যাটে গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তাকে ছাড়া দলের কম্বিনেশন ঠিক রাখতে কিছুটা হলেও বেগ পোহাতে হবে বলেও মনে করেন এই ব্যাটসম্যান। 

তিনি বলেন, ‘সাকিব বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই। তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে দলে যেই আছে, সবার ভালো করার সামর্থ্য আছে। সাকিবের জায়গায় যেই আসবে তার জন্য দলে অবদান রাখার এটা ভালো সুযোগ।’

প্রথম টেস্টের উইকেট নিয়ে মুমিনুল বলেন, ‘মাঝেমাঝে ম্যাচের আগে এসব অনুমান করা যায় না। আমি কাল বা তার পরদিন এই প্রশ্নের উত্তর দিতে পারব। তবে আমার মনে হয় পেসাররাই এই ম্যাচে বড় ভূমিকা রাখবে।’

এমএইচ/এটি