বিপিএলের ফাইনাল শুরু হতে আর ঘণ্টাখানেকের অপেক্ষা। তবে শেষ সময়ে এসেও যেন টিকিটের জন্য চলছে হাহাকার। ফাইনালের আগে স্টেডিয়ামের সামনে স্লোগানের সঙ্গে চলছে টিকিট নিয়ে অভিযোগ আর ক্ষোভ। আগেরদিন টিকিটের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছেন সমর্থকরা। তবে কাঙ্ক্ষিত টিকিট পাননি অনেকেই।

আজ শুক্রবার (১ মার্চ) ফাইনালের আগেও অনেকেই হাজির হয়েছেন মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামের প্রবেশমুখে সেই ভিড় আরও কয়েকগুণ বেশি। সবার মুখেই টিকিটের জন্য আকুতি। 

৩০০ টাকার টিকিটের জন্য ৩ থেকে ৪ গুণ টাকা দিতেও রাজি অনেকেই। বরিশাল থেকে আসা ৫ জনের একদল সমর্থক জানান, গতকালই ঢাকায় জড়ো হয়েছেন তারা। তবে অনেক ঘুরেও সবার জন্য টিকিটের ব্যবস্থা করা যায়নি। এখন পর্যন্ত ৩টি টিকিটের ব্যবস্থা করা গিয়েছে। 

কুমিল্লা থেকে আসা আরেক সমর্থক মারুফ জানান, তিনি ৫০০ টাকার মূল্যের টিকিটের জন্য ২ হাজার টাকা খরচ করেছেন। আবার টিকিট কাটলেও স্টেডিয়ামে ব্যানার বা পোস্টার নিয়ে আসতে পারেননি বলে অভিযোগ করেছেন তিনি। জানান, ৫ নং গেইটে অনেকেই পোস্টার নিয়ে ঢুকতে পারলেও, ১ নং গেইটে পোস্টার নিয়ে আসতে পারিনি। এছাড়া অনলাইনে টিকিট কিনেও অনেকে হন্যে হয়ে ঘুরছেন প্রিন্ট কপির জন্য।  

তবে এতকিছুর মাঝেও স্টেডিয়ামের বাইরে বিপিএল ফাইনালের উন্মাদনা চলছে পুরোদমে। স্লোগানে স্লোগানে পুরো স্টেডিয়াম এলাকা মুখরিত করে রেখেছেন দুই দলের সমর্থকরা। আর যারা টিকিট নিয়ে ভেতরে প্রবেশ করেছেন তাদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক। 

জেএ/এইচজেএস