দুই ওপেনারের জোড়া সেঞ্চুরিতে তামিমদের জয়
রাস্তায় ট্রাফিক জ্যামের কারণে সময়মতো মাঠে পৌঁছাতে পারেননি তামিম ইকবাল। যে কারণে শাহাদাত হোসেন দিপুর সঙ্গে প্রাইম ব্যাংকের ইনিংস ওপেন করেন পারভেজ হোসেন ইমন। সুযোগ পেয়ে দুই তরুণ ব্যাটার গড়লেন রেকর্ড। উদ্বোধনী জুটিতে তুলেছেন ২৪৬ রান। সেঞ্চুরি পেয়েছেন দুজনেই। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ে পাহাড়সম সংগ্রহ গড়ে তামিমের দল। সেই রান-পাহাড়ের নিচে চাপা পড়েছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেসপিএর ৪ নম্বর মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৪৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৮০ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক। দলের হয়ে সর্বোচ্চ ১৫১ রান করেছেন ইমন। তাছাড়া দিপুর ব্যাট থেকে এসেছে ১১৯ রান।
বিজ্ঞাপন
জবাবে খেলতে নেমে ৪৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ২১৫ রানের বেশি করতে পারেনি ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন আব্দুল মজিদ। প্রাইম ব্যাংকের হয়ে ৩টি করে উইকেট শিকার করেছেন নাজমুল অপু ও সানজামুল ইসলাম।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্রাদার্স। উদ্বোধনী জুটিতে ৫৭ রান তুলেছেন ইমতিয়াজ হোসাইন ও আব্দুল মজিদ। ৩১ রান করে ইমতিয়াজ ফিরলেও ফিফটি পেয়েছেন মজিদ। তিনে নেমে রহমতুল্লাহ আলি থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। ফিরেছেন ৩৭ রান করে।
বিজ্ঞাপন
টপ অর্ডার ব্যাটাররা ভালো ভিত গড়ে দিলেও সেখানে দাঁড়িয়ে ব্যাটিং করতে পারেননি বাকি ব্যাটাররা। তাদের ব্যর্থতায় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি ব্রাদার্স। হেরেছে ১৬৫ রানের বিশাল ব্যবধানে।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের ব্যাটে উড়ন্ত শুরু পায় প্রাইম ব্যাংক। ১১৯ রান করে ইমন সাজঘরে ফিরলে ভাঙে ২৪৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে তামিম ইকবাল অবশ্য সুবিধা করতে পারেননি। ফিরেছেন ১৫ বলে ১৬ রান করে।
আরেক ওপেনার পারভেজ ইমন স্পর্শ করেছেন দেড়শ রানের মাইলফলক। তরুণ এই ব্যাটার ১২৯ বলে করেছেন ১৫১ রান। আর শেষ দিকে ঝড় তোলেন শেখ মেহেদি হাসান। ১৭ বলে তার অপরাজিত ৪৫ রানের ইনিংসে ৩৮০ রানের বিশাল সংগ্রহ গড়ে প্রাইম ব্যাংক।
এইচজেএস