২০২০ সালের শেষ সময়ে এসে বড়সড় সুখবর পেলেন কেইন উইলিয়ামসন। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ আইসিসি জানিয়ে দিল, ২০২১ সালে টেস্ট র‍্যাংকিয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে থেকে বছর শুরু করবেন নিউজিল্যান্ড অধিনায়ক। স্টিভ স্মিথ ও বিরাট কোহলিকে পেছনে ফেলে শীর্ষস্থান দখলে নিয়েছেন উইলিয়ামসন।

এত দিন টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ের সেরা দুই জায়গা দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্মিথ ও ভারত দলপতি কোহলি। তবে সম্প্রতি ব্যাট হাতে ছন্দ হারিয়েছেন স্মিথ। চলমান ভারতের বিপক্ষে সিরিজে রান পাচ্ছেন না তিনি। অজিদের বিপক্ষে প্রথম টেস্টে সুবিধা করতে পারেননি বিরাটও। দ্বিতীয় টেস্টে ছুটিতে ছিলেন তিনি।

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ ব্যাটসম্যান
ব্যাটসম্যানের নাম দেশ
কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড
ভিরাট কোহলি ভারত
স্টিভেন স্মিথ অস্ট্রেলিয়া
মারনাস লাবুশানে অস্ট্রেলিয়া
বাবর আজম পাকিস্তান
আজিঙ্কা রাহানে ভারত
ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া
বেন স্টোকস ইংল্যান্ড
জো রুট ইংল্যান্ড
চেতেশ্বর পুজারা ভারত

এই সুযোগটা কাজে লাগিয়েছেন উইলিয়ামসন। পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি ২ ইনিংস মিলিয়ে ১৫০ রান করেন তিনি। এর পুরস্কারটাও হাতেনাতে পেয়েছেন কিউই অধিনায়ক। সদ্য ঘোষিত আইসিসির টেস্ট র‍্যাংকিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে এখন এক নম্বর টেস্ট ব্যাটসম্যান উইলিয়ামসন। তাকে জায়গা ছেড়ে দিতে তিনে নেমে গেছেন স্মিথ। আগের মতোই দুই নম্বরে অবস্থান কোহলির। এছাড়া ৫ ধাপ এগিয়ে তালিকার ৬ নম্বরে উঠে এসেছেন অজিদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শতক হাঁকানো ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে।

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ বোলার
বোলারের নাম দেশ
প্যাট কামিন্স অস্ট্রেলিয়া
স্টুয়ার্ট ব্রড ইংল্যান্ড
নেইল ওয়েগনার নিউজিল্যান্ড
টিম সাউদি নিউজিল্যান্ড
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া
কাগিসো রাবাদা দক্ষিণ আফ্রিকা
রবিচন্দ্রন অশ্বিন ভারত
জস হ্যাজেলউড অস্ট্রেলিয়া
জাসপ্রিত বুমরাহ ভারত
জেমস অ্যান্ডারসন ইংল্যান্ড

বোলারদের র‍্যাংকিংয়ে আগের মতোই সেরা চারে আছেন; প্যাট কামিন্স, স্টুয়াড ব্রড, নেইল ওয়াগনার এবং টিম সাউদি। তবে ২ ধাপ এগিয়েছেন অস্ট্রলিয়ান পেসার মিচেল স্টার্ক। বর্তমানে ৮০৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাংকিংয়ের ৫ নম্বরে অবস্থান তার। ২ ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষ ১০ অলরাউন্ডার
অলরাউন্ডারের নাম দেশ
বেন স্টোকস ইংল্যান্ড
জেসন হোল্ডার ওয়েস্ট ইন্ডিজ
রবিন্দ্র জাদেজা ভারত
সাকিব আল হাসান বাংলাদেশ
মিচেল স্টার্ক অস্ট্রেলিয়া
রবিচন্দ্রন অশ্বিন ভারত
ক্রিস ওকস ইংল্যান্ড
কলিন ডি গ্র্যান্ডহোম নিউজিল্যান্ড
প্যাট কামিন্স অস্ট্রেলিয়া
কাইল জেমিয়েসন নিউজিল্যান্ড

অলরাউন্ডার র‍্যাংকিংয়ে পরিবর্তন আসেনি কোনো। আগের মতোই শীর্ষ পাঁচে জায়গা ধরে রেখেছেন বেন স্টোকস, জেসন হোল্ডার, রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান এবং মিচেল স্টার্ক।

টিআইএস/ এমএইচ