বছরের শেষ দিন দারুণ খবর পেয়েছে দেশের হকি। জাতীয় দলের সাবেক প্রধান কোচ গোপীনাথান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রধান হকি কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাবেক জাতীয় খেলোয়াড় ও সহকারী কোচ আশিকুজ্জামান এই বিষয়টি নিশ্চিত করেছেন। 

বর্তমানে নিজ দেশ মালয়েশিয়ায় অবস্থানরত গোপীনাথানের নিয়োগ পাওয়া নিয়ে তিনি বলেন, ‘গোপীনাথান আমাকে জানিয়েছে তিনি বিকেএসপি’র প্রধান হকি কোচ হিসেবে কাজ করবেন। জানুয়ারির প্রথম সপ্তাহে বাংলাদেশে আসবেন।’  

জাতীয় দলের সিনিয়র খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি বিকেএসপি থেকেই উঠে এসেছেন। গোপীনাথানের নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন,‘কাওসার আলী স্যার অবসরে গিয়েছেন। গোপীনাথান প্রধান হকি কোচ হলে আমাদের হকিতে অনেক উন্নতি হবে। কারণ গোপীর মাধ্যমে কোচরাও শিখতে পারবে পাশাপাশি বিকেএসপির তরুণরাও জানবে।’

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিকেএসপি হকির পাশাপাশি ফুটবল, আর্চারিসহ আরো কয়েকটি ডিসিপ্লিনে বিদেশি কোচ নিয়োগ দিচ্ছে। 

এজেড/ এমএইচ