ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে ৫ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে চেন্নাই সুপার কিংস। এবারের আসরে শুরুটা একেবারেই ভালো হয়নি সানরাইজার্স হায়দরাবাদের। ৫ ম্যাচে মোটে ১ জয় নিয়ে টেবিলের তলানিতে আছে ডেভিড ওয়ার্নারের দল। দুই দলের মুখোমুখি সাক্ষাতে আজ (বুধবার) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ।

ম্যাচে উভয় দলই দুটি করে পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। অভিষেক শর্মা ও বিরাট সিংয়ের জায়গায় মনিশ পান্ডে ও সন্দ্বীপ শর্মাকে খেলাচ্ছে হায়দরাবাদ। চেন্নাইয়ে দুটি পরিবর্তনই বিদেশি কোটায়। নিজেদের সবশেষ ম্যাচে ভালো করলেও এ ম্যাচে সুযোগ হারিয়েছেন লেগ স্পিনার ইমরান তাহির। বাদ পড়েছেন অলরাউন্ডার ডুয়েন ব্রাভো। একাদশে জায়গা মিলেছে অলরাউন্ডার মঈন আলী ও লুঙ্গি এনগিডির।

সানরাইর্জাস হায়দরাবাদ একাদশ : 

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, মনিশ পান্ডে, বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, জগদীশ সুচিত, সন্দ্বীপ শর্মা, খলিল আহমেদ ও সিধাত কাউল।

চেন্নাই সুপার কিংসের একাদশ :

ঋতুরাজ গাইকোয়াড, ফাফ ডু প্লেসিস, মঈন আলী, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি, আম্বাতি রাইডু, রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, শার্দুল ঠাকুর, দীপক চাহার ও লুঙ্গি এনগিডি।

টিআইএস