দুদিন পরও উইকেটের ধরন বুঝতে পারছেন না বাংলাদেশের বোলাররা
ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামের উইকেট নিয়ে সমালোচনা হচ্ছে সবখানে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট নিষ্প্রাণ ড্র হওয়ার পর গড়পড়তার থেকে নিম্নমানের বলে আখ্যায়িত করে খোদ আইসিসি। দ্বিতীয় টেস্টের উইকেটও ব্যাটসম্যানদের সহয়তা করছে। তবে দ্বিতীয় দিনে উইকেটে কিছুটা টার্ন দেখা গেছে। যদিও স্পিনার তাইজুল ইসলাম বলছেন, এখানে উইকেটের হাত নেই কোনো।
পাঁচদিনের ম্যাচের দুই দিন ব্যাট করেছে শ্রীলঙ্কা। তৃতীয় দিনেও প্রথম ইনিংসে ব্যাট করতে নামবে তারা। দ্বিতীয় দিনের খেলা শেষে ৪৬৯ রান তুলেছে স্বাগতিকরা। তৃতীয় দিনে হয়তো আরও কিছু রান যোগ করে ইনিংস ঘোষণা করবে। এই রান টপকে লিড নিতে গেলে কোন পথে হাঁটতে হবে বাংলাদেশকে?
বিজ্ঞাপন
দ্বিতীয় দিনের খেলা শেষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এসে স্পিনার তাইজুল ইসলাম জানালেন, ‘এটা আসলে দুই দিন চলে গেছে, তারপর তিন দিন, চার দিন। আমরা লিড নিতে গেলে হয়তোবা আমাদের ব্যাটসম্যানদের অনেক ভালো খেলতে হবে। উইকেটটা আসলে কেমন হবে সেটা বোঝাটা কষ্টদায়ক। হয়তোবা ভালো থাকলে আমরা সহজেই, ব্যাটসম্যানরা ভালো খেললে লিড নিতে পারব। আর যদি উলটাপালটা কিছু হয় উইকেটে, তাহলে…।’
ক্যান্ডির আগের টেস্টের উইকেটে ঘাসের ছোঁয়া ছিল, এ ম্যাচের শুরু থেকে তার ছিটেফোঁটাও দেখা গেল না। এখন পর্যন্ত উইকেট ব্যাটসম্যানদের পক্ষে কথা বলছে। তবে দ্বিতীয় দিনে কিছুটা টার্ন পেয়েছেন তাইজুল। উইকেট কি তাহলে ভাঙতে শুরু করেছে? তৃতীয় দিনে ব্যাট করা কতটা চ্যালেঞ্জিং হবে? তাইজুল বলেন, উইকেট থেকে এখনো কোনো সাহায্য পাচ্ছেন না বোলাররা। আগামী তিনদিন উইকেট কেমন ব্যবহার করবে, সেটি নিয়েও আছে ধোঁয়াশা।
বিজ্ঞাপন
তাইজুল জানান, ‘এখানে প্রত্যেক বলে টার্ন হচ্ছে না, এখনই বোঝা ডিফিকাল্ট যে মাঝপর্যায়ে গিয়ে কেমন উইকেট হবে। তো আমি আশা করি খুব একটা খারাপ উইকেট হবে না।’
সঙ্গে যোগ করেন তাইজুল, ‘ওই রকম কোনো ফাটল নাই। এখন হয়তোবা টার্ন করছে, এখন মাঝেমধ্যে টার্ন করছে, এটা তো এমন না যে প্রতি বলে বলে টার্ন করবে। হয়তো বলের জন্য টার্ন করছে, অথবা কিছু কিছু জায়গায় উইকেট অন্য রকম থাকতেও পারে। এটা নিশ্চিত না যে অবস্থাটা কী। কিন্তু উইকেট দেখতে এখনও অনেক ভালো।’
টিআইএস/এমএইচ