গেইল ও রাহুল ঝড়ে বেঙ্গালুরুর লক্ষ্য ১৮০ রান
এক ম্যাচে অনেক পরিবর্তন নিয়ে খেলতে নেমেছিল পাঞ্জাব কিংস। বদল এসেছিল উদ্বোধনী জুটিতেও। মায়াঙ্ক আগারওয়ালের জায়গায় অধিনায়ক লোকেশ রাহুলের সঙ্গী হয়েছিলেন প্রাভিসিমারান সিং। কিন্তু ব্যর্থ হন তিনি। যদিও শেষ অবধি লোকেশ রাহুল ও ক্রিস গেইল ঝড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে ১৮০ রানের বড় লক্ষ্য দিয়েছে পাঞ্জাব।
শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলি। শুরুতে ব্যাট করতে নেমে দলীয় ১৯ রানে ৭ বলে ৭ রান করেন সাজঘরে ফেরত যান ওপেনার প্রাভিসিমারান সিং।
বিজ্ঞাপন
এরপর ক্রিজে এসে রীতিমতো ঝড় তুলেন ক্রিস গেইল। কাইল জেমিনসনের এক ওভারে পাঁচ চার হাঁকান তিনি। ৬ চার ও ২ ছক্কায় ২৪ বলে ৪৬ রান করে শামসের বলে ডি ভিলিয়ার্সের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।
মাঝের ব্যাটসম্যানরা অবশ্য তেমন কিছু করতে পারেননি। নিকোলাস পুরান ও শাহ রুখ খান আউট হন শূন্য রানে। তবে প্রায় একাই লড়াই চালিয়ে নেন লোকেশ রাহুল। হার্শাল প্যাটেলের করা ইনিংসের শেষ ওভার থেকে তিনি ও হারমানপ্রিত মিলে তুলেন ২২ রান।
বিজ্ঞাপন
শেষ পর্যন্ত অপরাজিত থেকে ওপেনিংয়ে খেলতে নামা রাহুল করেন ৯১ রান। এই রান করার পথে ৫৭ বলে ৭ চার ও ৫ ছক্কা হাঁকান তিনি। বেঙ্গালুরুর পক্ষে ৩ ওভারে ৩২ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন কাইল জেমিনসন।
এমএইচ