অশ্বিনের পরিবারেরই করোনা আক্রান্ত দশজন
আইপিএলের মাঝপথে হঠাৎই সরে যাওয়ার ঘোষণা দেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার রবীচন্দ্রন অশ্বিন। তখন তিনি জানিয়েছিলেন পরিবারের সদস্যদের করোনায় আক্রান্ত হওয়ার খবর। কিন্তু অবস্থাটা যে এত ভয়াবহ কেইবা ভাবতে পেরেছিল!
অশ্বিনের পরিবারে করোনার কতটা ভয়াবহ অবস্থা, সেটা প্রকাশ পেয়েছে তার স্ত্রী প্রীতির টুইটে। চার শিশুসহ এই দম্পত্তির পরিবারের দশজন করোনায় আক্রান্ত ছিলেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘একই সপ্তাহে ছয় জন প্রাপ্তবয়স্ক এবং চারজন শিশু কোভিডে আক্রান্ত হয়েছিল আমাদের পরিবারে। পরিবারের প্রায় প্রত্যেকেই ভাইরাসে কাবু হয়ে বিভিন্ন বাড়িতে বা হাসপাতালে ছিল। দুঃস্বপ্নের একটা সপ্তাহ!’
প্রীতি আরও লিখেছেন, ‘শারীরিক সুস্থতা হয়তো মানসিক দিকটার চেয়েও আগে আসবে। পঞ্চম থেকে অষ্টম দিন সব চেয়ে কঠিন ছিল। সকলে পাশে দাঁড়িয়েছিল, তবু আইসোলেশনে তুমি কত একা! এর চেয়ে একাকী করে দেওয়া রোগ আর হয় না। আক্রান্তদের পাশে দাঁড়ান, সাহায্য করুন।’
বিজ্ঞাপন
এমএইচ/এটি