আইপিএল: কমলা ও বেগুনি টুপির লড়াইয়ে এগিয়ে যারা
আইপিএলের অরেঞ্জ আর পার্পল ক্যাপের লড়াইয়ে এগিয়ে আছেন রাহুল ও হার্শাল/আইপিএল
করোনা মহামারির মধ্যেও এগিয়ে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) লড়াই। সেরা চার দল হয়ে উঠার লড়াইয়ের সঙ্গে চলছে কমলা আর বেগুনি টুপের লড়াইও। চলুন দেখে নেই এই লড়াইয়ে এগিয়ে কোন কারা?
- কমলা টুপির যুদ্ধ
অরেঞ্জ ক্যাপ, মানে কমলা টুপি যা থাকে আইপিএলের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যানের মাথায়। এবার এই লড়াইয়ে এগিয়ে আছেন পাঞ্জাব কিংসের লোকেশ রাহুল। যিনি ৭ ম্যাচ খেলে করেছেন ৩৩১ রান। তবে তার সঙ্গে লড়াইটা বেশ জমে উঠছে ফ্যাফ ডু প্লেসিসের। চেন্নাই সুপার কিংসের এই ব্যাটসম্যান এখন অব্দি ৭ ম্যাচ খেলে তুলেছেন ৩২০ রান। চারটি অর্ধশতরানে এই প্রোটিয়া ব্যাটসম্যান স্বস্তি দিচ্ছেন না রাহুলকে।
বিজ্ঞাপন
- বেগুনি টুপির যুদ্ধ
পার্পেল ক্যাপ, মানে বেগুনি টুপি শোভা পায় আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের মাথায়। এখানে আগের মতোই সেরা আছেন হার্শাল প্যাটেল। শুক্রবার পাঞ্জাব কিংসের বিপক্ষে উইকেট না পেলেও শ্রেষ্ঠত্ব ঠিকই আছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৭ ম্যাচে ১৭টি উইকেট নিয়েছেন এই পেসার। এরপরই আছেন আভিশ খান। দিল্লি ক্যাপিটালসের এই মিডিয়াম পেসার ৭ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ১১ উইকেট নিয়ে এরপরই মুম্বাইয়ের রাহুল চাহার ও রাজস্থানের ক্রিস মরিস।
- সেরা চার দল
পয়েন্ট তালিকায় শ্রেষ্ঠত্বের লড়াইটাও বেশ জমে উঠেছে। শনিবার অব্দি ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে চেন্নাই সুপার কিংস। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। তালিকার তৃতীয় স্থানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্টে। সমান ম্যাচে আট পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স।
বিজ্ঞাপন
- নীচের চার দল
সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদের। সাবেক এই চ্যাম্পিয়নরা যেন জিততে ভুলেই গেছে। ৬ ম্যাচ খেলে মাত্র ১টিতে জয়, হার পাঁচটিতে। পয়েন্ট মাত্র ২। তলানিতে তাদের ওপরে রাজস্থান রয়্যালস। মুস্তাফিজুর রহমানদের দলও বিপাকে। ৬ ম্যাচে মাত্র ২ জয়, পয়েন্ট ৪। ৭ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে কলকাতা নাইট রাইডার্স। পঞ্চম স্থানে উঠে এসেছে পাঞ্জাব কিংস, যারা ৭ ম্যাচ খেলে পেয়েছে ৬ পয়েন্ট।
এটি/এনইউ