আগের ম্যাচে অধিনায়ক, পরের ম্যাচে নেই একাদশে
শেষ তিন আসরে অধিনায়ক হিসেবে একটিতে চ্যাম্পিয়ন ও বাকি দুইটিতে দলকে খেলিয়েছেন ফাইনালে। সেই ডেভিড ওয়ার্নারকে কি না একাদশ থেকেই বাদ দিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। নেতৃত্বে বদল আসার ঘোষণা এসেছিল আগের দিনই, মিলেছিল বিদেশি কম্বিনেশনে বদল আনার ইঙ্গিত।
শেষ পর্যন্ত একাদশ থেকে বাদই দেওয়া হয়েছে ওয়ার্নারকে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ একাদশে নেই এই অস্ট্রেলিয়ান পেসার। এই ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসন।
বিজ্ঞাপন
রাজস্থান রয়্যালস একাদশ:
জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, অনুজ রাওয়াত, ক্রিস মরিস, কার্তিক তিয়াগি, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন
সানরাইজার্স হায়দরাবাদ একাদশ:
জনি বেয়ারস্টো (উইকেটকিপার), মনীষ পান্ডে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), বিজয় শঙ্কর, কেদার যাদব, রশিদ খান, মোহাম্মদ নবী, আব্দুল সামাদ, ভুবনেশ্বর কুমার, সন্দীপ শর্মা, খলিল আহমেদ।
এমএইচ/এটি