মুমিনুলের মাথায় টুপির বোঝা যেন বাংলাদেশ দলের প্রতিচ্ছবি। চতুর্থ দিনের প্রথম সেশন শেষে যে দলের কাঁধে ভর করেছে রানের বোঝা/ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৫১/১০ 
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৩৯ ওভারে ১৭২/৬ (করুনারত্নে ৬৬, ডিকভেলা ২৩*; মিরাজ ৬৬-২, তাইজুল ৬০-৩ )।

বাংলাদেশের হারের মঞ্চটা কি তাহলে তৈরি? হয়তো তাই। দৃশ্যপট যা বলছে তাতে প্রকৃতিই বুঝি রক্ষা করতে পারে বাংলাদেশকে। না, হলে অতিমানবীয় ইনিংস খেলতে হবে দু-তিনজন টাইগার ব্যাটসম্যানের। কারণ ক্যান্ডিতে দ্বিতীয় টেস্টে এরইমধ্যে মুমিনুল হকদের সামনে রান পাহাড় দাঁড় করাচ্ছে শ্রীলঙ্কা। চারশ ছাড়ানো লিডের বোঝা নিয়ে টেস্টের চতুর্থ দিনে লাঞ্চ বিরতিতে গেল সফরকারীরা। 

যদিও রোববার টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনের শুরু থেকেই লঙ্কান ব্যাটিং লাইন আপে ভাঙন ধরিয়েছেন বাংলাদেশের বোলাররা। হারিয়েছে ৪ উইকেট। তবে রানের চাকা ঠিকই সচল রেখেছেন স্বাগতিক দলের ব্যাটসম্যানরা। ১৭ রানে দিন শুরু করে প্রথম সেশন শুরু তাদের। এরপর শেষে লাঞ্চে যাওয়ার আগে আরও যোগ করে ১৫৫ রান।

সিরিজটা সত্যিকার অর্থেই দিমুথ করুণারত্নের হয়েই থাকল। শ্রীলঙ্কান অধিনায়ক ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সিরিজে ৪০০ রানের বেশি করেছেন। প্রথম টেস্টের ১ম ইনিংসে ২৪৪, দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৮ ও ২য় ইনিংস ৬৬ রানে আউট।

বাংলাদেশের সামনে লিড দাঁড়াল ৪১৪ রান। আরও কিছু রান তুলে হয়তো বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাবে দিমুথ করুনারত্নের দল। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২১৫ রান তাড়া করে জেতার রেকর্ড রয়েছে টাইগারদের। আর রান তাড়া করে জয়ের বিশ্বরেকর্ড জেনে নিন- ৪১৮ রান।

এটি/এনইউ