রোববার দেশে আসছেন সাকিব
নিষেধাজ্ঞার পর বাংলাদেশে এসেছিলেন সাকিব আল হাসান। অংশ নিয়েছিলেন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে। টুর্নামেন্টটির দল জেমকন খুলনার জার্সিতে মাঠে নেমেছিলেন এই অলরাউন্ডার। তবে পারিবারিক কারণে ফাইনাল ম্যাচের আগে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অংশ নিতে আগামী ৩ জানুয়ারি বাংলাদেশে আসছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
জুয়াড়ির দেয়া প্রস্তাব গোপন করার দায়ে ২০১৯ সালে এক বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি। ২০২০ সালের ২৯ অক্টোবর সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে বর্তমানে মুক্ত টাইগার অলরাউন্ডার। তবে এখনো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হয়নি সাকিবের। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাঠে নেমেছিলেন সাকিব।
বিজ্ঞাপন
এই টুর্নামেন্ট চলাকালীন পারিবারিক কারণে যুক্তারাষ্ট্রে ফিরে যান সাকিব। বর্তমানে সেখানেই মা-স্ত্রী সহ সাকিবের সন্তানেরা অবস্থান করছেন।
আর কয়েকদিন পর ঘরের মাঠে উইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ দল। অবধারিতভাবেই এই সিরিজে নাম থাকবে সাকিবের। সেজন্য নিজেকে প্রস্তুত করতে বেশ আগেভাগেই দেশে ফিরছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসবি) লজস্টিক ম্যানেজার ওয়াসিম খান ঢাকা পোস্টকে জানিয়েছেন, আগামী ৩ জানুয়ারি সকাল ১০টায় বাংলাদেশে পা রাখবেন সাকিব।
বিজ্ঞাপন
এ প্রসঙ্গে ওয়াসিম বলেন, ‘সাকিব আগামীকাল (রোববার) সকাল ১০টায় বাংলাদেশে আসবে। মানে সে যে বিমানে আসছে, সেটি ১০টায় ঢাকা এসে পোঁছাবে। সাকিবের সঙ্গে সাকিবের মাও আসবেন।’
এদিকে করোনার পর বাংলাদেশ দলের আন্তর্জাতিক ম্যাচ না থাকায় দেশে ছুটি কাটাতে গিয়েছিলেন বাংলাদেশ দলের সাপোর্ট স্টাফের সদস্যরা। আসন্ন উইন্ডিজ সিরিজকে সামনে রেখে ফিরতে শুরু করেছেন তারা। শনিবার (২ জানুয়ারি) বাংলাদেশের এসে পৌঁছেছেন ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ও ট্রনার ট্রেভর লি।
টিআইএস/এমএইচ