ভিডিওবার্তায় আনুষ্কা শর্মা ও বিরাট কোহলি/ফেসবুক

ভারতে করোনা মহামারি দিনে দিনে প্রকটাকারই ধারণ করে চলেছে। এ অবস্থার মোকাবেলায় সবাই নিজেদের সাধ্যমতো এগিয়ে আসছেন। ইতোমধ্যেই অনেকে দান করেছেন, অনেকে করে চলেছেন। তাদের মিছিলে শামিল হলেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। দুজনে মিলে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোভিড রিলিফের ব্যবস্থা করছেন, সম্প্রতি এক ভিডিওবার্তায় জানিয়েছেন এসব।

কোহলিকে সঙ্গে নিয়ে এ প্রকল্পের কথা অবশ্য অনেক আগেই বলেছিলেন আনুষ্কা। তার আনুষ্ঠানিক ঘোষণাই এল আজ। ভিডিওবার্তায় দুজনে জানান, ‘করোনা মহামারি প্রাদুর্ভাবের শুরু থেকেই আমাদের দেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ছে। আমাদের এখন একসঙ্গে থাকতে হবে, আমাদের ভারতকে সাহায্য করতে হবে।’

ক্রাউড ফান্ডিং মাধ্যম ‘কেটো’র মাধ্যমে অর্থ সংগ্রহে নেমেছেন দু’জনে। এ অর্থ যাবে কোভিড ১৯ রিলিফে। কোহলি বলেন, ‘আনুষ্কা আর আমি কোভিড-১৯ এর রিলিফের জন্য টাকা তুলতে ‘কেটো’তে একটা ক্যাম্পেইন শুরু করেছি। আপনাদের সাহায্যের জন্য আমরা কৃতজ্ঞ থাকব। জীবন বাঁচাতে কোনো অঙ্কই ছোট নয়।’

এ লড়াইয়ে আনুষ্কা আবারও অনুরোধ জানান ভক্তসমর্থকদেরকে এ বিষয়ে এগিয়ে আসার জন্য। তিনি বলেন, ‘পার্থক্য গড়ে দেওয়ার জন্য, অবস্থার পরিবর্তনের জন্য আমরা যে কোনো কিছু করতে রাজি আছি। কিন্তু এক্ষেত্রে আমাদের লড়াইয়ের জন্য আপনাদের সাহায্যটা খুব জরুরী। আমাদের এই উদ্যোগে শামিল হওয়ার জন্য আপনাকে অনুরোধ করছি আমরা। আমাদের দেশকে সুস্থ্য ও শক্তিশালী রাখার জন্য আমাদের পক্ষ থেকে কাজটা করে যাই। ধন্যবাদ।’ 

এনইউ