এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের বোলিংয়ে অন্যতম ভরসা ছিলেন পেসার চেতেন সাকারিয়া। টুর্নামেন্ট শেষে বাড়ি ফিরেই অবশ্য এক কঠিন বাস্তবতার মুখোমুখি হয়েছেন তিনি। বাড়িতে ফিরে বেশিরভাগ সময়ই হাসপাতালে কাটাতে হচ্ছে তাকে।

রাজস্থান রয়্যালসের এই বাঁহাতি পেস বোলারের বাবা কাঞ্জিভাই করোনায় আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন। অসুস্থ বাবার চিকিৎসা চালাচ্ছেন আইপিএল থেকে পাওয়া এক কোটি রুপিতে। এমনটি জানিয়েছেন সাকারিয়া নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই পেসার বলেন, ‘কিছুদিন আগেই রাজস্থান রয়্যালসের থেকে টাকা পেয়ে গিয়েছিলাম। সেটা বাড়িতে পাঠিয়ে দিয়েছি। কঠিন পরিস্থিতিতে ওটাই সাহায্য করেছে।’

আইপিএল বন্ধ করার ব্যাপারে যারা কথা বলেছেন, তাদেরও সমালোচনা করেছেন সাকারিয়া। তিনি বলেন, ‘আমি পরিবারের একমাত্র উপার্জন করা ব্যক্তি। ক্রিকেটই আমার আয়ের একমাত্র পথ। যদি একমাস আইপিএল না চলত তাহলে আমার পক্ষে ব্যাপারটা কঠিন হয়ে যেত। কারণ, আমি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। ক্রিকেটই আমার কাছে একমাত্র সম্বল।’

নিলামে সাকারিয়াকে ১ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল রাজস্থান। ফ্র্যাঞ্চাইজির আস্থার প্রতিদানও দিয়েছেন তিনি। এবারের আইপিএল স্থগিত হওয়ার আগে সাত উইকেট নিয়েছেন। যার মধ্যে মহেন্দ্র সিং ধোনির উইকেটও রয়েছে।

এমএইচ