আগামী ২৩ মে প্রথম ওয়ানডে দিয়ে শ্রীলঙ্কা বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ইতোমধ্যে অনুশীলন পর্ব শুরু করেছে টাইগাররা। ২মে শুরু হয় এই অনুশীলন ক্যাম্প। গতকাল (৬ মে) একদিনের বিশ্রাম সেরে আজ (শুক্রবার) আবার নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েসরা। তবে কোয়ারেন্টাইনে থাকায় অনুশীলন আসতে পারেননি তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা।

দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে শ্রীলঙ্কা গিয়েছিল বাংলাদেশ দল। সেই সফর শেষে গত ৪মে দেশে ফেরে টাইগাররা। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে, সেই নিয়মের মারপ্যাঁচে পড়তে হয়েছে শ্রীলঙ্কা ফেরত দলকে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে না গেলেও ১৪ দিনের হোম কোয়ারেন্টাইন দেওয়া হয়েছিল তামিম-মুশফিকদের।

তবে ওয়ানডে সিরিজকে সামনে রেখে ক্রিকেটারদের বাড়তি অনুশীলনের সুযোগ দিতে সরকারের দ্বারস্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আবেদন করেছে কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমানোর জন্য। সে আবেদনে সাড়া মিলেছে, তবে এখনো লিখিত ছাড়পত্র হাতে পায়নি বিসিবি। এজন্য আজ থেকে পুরো দলের অনুশীলনে সূচি থাকলেও তামিম-মুশফিকরা অনুশীলনে নামতে পারেননি।

শ্রীলঙ্কা ফেরত ৮ ক্রিকেটার; তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম ছাড়াই আজ পঞ্চম দিনের মতো অনুশীলনে নামেন আফিফ, সৌম্য, নাঈম শেখ, ইমরুলরা। শুক্রবার দুপুর পৌনে ৩টার দিকে শুরু হয় এদিনের অনুশীলন পর্ব।

টিআইএস/এমএইচ