ব্রিসবেন টেস্ট খেলতে চায় না ভারত!
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়া সফরের শুরু থেকেই কঠিন কোয়ারেন্টিন পালন করতে হয়েছে ভারতীয় ক্রিকেট দলকে। কুইন্সল্যান্ড প্রদেশের ব্রিসবেনে হওয়ার কথা বোর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট। কঠোর লকডাউনে থাকা প্রদেশটিতে যাওয়ার ব্যাপারে ভারত বেশ অনাগ্রহই প্রকাশ করছে, জানাচ্ছে ক্রিকবাজ।
সফরের শুরুতে ১৪ দিনের কোয়ারেন্টিন পালনের পর থেকেই ভারতীয় বোর্ড আর সবার মতো চলাচলের সুবিধা চেয়েছে খেলোয়াড় ও স্টাফদের। এতোদিন এ সুবিধা পেলেও সম্প্রতি এতে ছেদ পড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। রোহিত শর্মাসহ দলের চার ক্রিকেটার সম্প্রতি স্থানীয় একটি রেস্টুরেন্টে গিয়ে ‘সামাজিক দূরত্ব না মেনে’ তোপের মুখে পড়েছেন। যদিও সতর্কতামূলক আইসোলেশনে পাঠানো হয়েছে চার জনকেই।
বিজ্ঞাপন
তবে দলটির জন্যে আরও বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে ব্রিসবেন টেস্ট। কুইন্সল্যান্ড প্রদেশের শহরটিতে চলছে কড়া লকডাউন, যেখানে গেলে ভারতীয় দলের উপরও আসতে পারে কঠোর লকডাউনের আদেশ। সে ঝামেলা এড়াতেই ব্রিসবেনে চতুর্থ টেস্টটি খেলতে আগ্রহী নয় ভারত।
ভারতীয় দলের এক সূত্র ক্রিকবাজকে জানায়, ‘যদি আপনি দেখেন, তাহলে দেখবেন সিডনিতে পা রাখার আগে দুবাইতে ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলাম, এখানে পা রেখে আরও আরও ১৪ ছিলাম। তার মানে দাঁড়াচ্ছে মাঠে বের হওয়ার আগেই আমরা কঠোর জৈব সুরক্ষা বলয়ে ছিলাম। এখন সফর শেষ হওয়ার আগে আবারও কোয়ারেন্টিনে যেতে আগ্রহী নই।’
বিজ্ঞাপন
তবে অন্য কোন শহরে ম্যাচ খেলতে সমস্যা নেই ভারতের। সূত্রটির ভাষ্যমতে, ‘যদি আমাদের আবারও হোটেলে বন্দি হওয়ার প্রয়োজন পড়ে, তাহলে ব্রিসবেনে যেতে চাই না আমরা। এর বদলে অন্য কোনো শহরে খেলতে আপত্তি নেই আমাদের। সেখানে দুটো টেস্ট খেলেই আমরা ভারতে ফিরে যেতে পারবো।’
বর্তমান সূচি অনুসারে আগামীকাল সোমবার সিডনি সফরে যাওয়ার কথা ভারতীয় দলের। সেখানে দুই দিন অনুশীলনের পর আগামী ৭ জানুয়ারি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) তৃতীয় টেস্টে খেলতে নামার কথা দুই দলের। চার ম্যাচের বোর্ডার গাভাস্কার ট্রফিতে এখন ১-১ সমতা বিরাজ করছে।
এনইউ