ছবি: সংগৃহীত

বুকে ব্যাথার কারণে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে নেয়া হয়েছিলো হাসপাতালে। তবে সেখানে একটি অ্যাঞ্জিওপ্লাস্টির পর তার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন হাসপাতালটির চিকিৎসক আফতাব খান। এরই মধ্যে করোনা পরীক্ষার ফলও বেরিয়ে এসেছে তার। যেখানে দেখা যায়, করোনামুক্তই আছেন সাবেক ভারতীয় অধিনায়ক।

গত শনিবার ভারতীয় সময় সকাল সাড়ে দশটা নাগাদ নিজ বাড়িতে জিম করছিলেন বিসিসিআই সভাপতি। সে সময় মাথা ঘুরে পড়ে যান তিনি। এরপরই দ্রুত হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। হাসপাতাল সূত্র থেকে জানানো হয়, বুকে ব্যথা অনুভব করছেন তিনি। ধারনা করা হচ্ছিলো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের কারণেই ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন সৌরভ। উডল্যান্ড মাল্টিস্পেশালিটি হাসপাতালের পরীক্ষায় ধরা পরে হৃদযন্ত্রে দুটো ব্লকেজ আছে তার, যা সারিয়ে তুলতে কাজ করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালে ভর্তির সময়ে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হয় তার। রোববার সকালে তার ফল আসে। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, করোনামুক্ত আছেন বিসিসিআই সভাপতি।

হাসপাতালের চিকিৎসক আফতাব খান সাংবাদিকদের বলেন, ‘সৌরভকে একটি অ্যাঞ্জিওপ্ল্যাস্টির মধ্য দিয়ে যেতে হয়েছে। এখন তিনি স্থিতিশীল আছেন। তাকে ২৪ ঘণ্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয়েছে। পুরোপুরি সচেতন অবস্থায় আছেন তিনি। তার হৃদযন্ত্রে দুটো ব্লকেজ আছে, যার চিকিৎসাই করা হবে।’

হার্ট অ্যাটাকের পর বর্তমানে স্থিতিশীল থাকা সৌরভের পরবর্তী পদক্ষেপ নিয়েও আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড। সোমবার এক বৈঠকে নির্ধারিত হবে তার পরবর্তী কার্যপদ্ধতি। আফতাব খানের ভাষ্য, ‘যেহেতু তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন, সোমবার আমরা আবারও একটি বৈঠকে বসবো, যেখানে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। আমাদের প্রধান লক্ষ্য থাকবে হার্ট অ্যাটাকটার পর তাকে কী করে আরও স্থিতিশীল অবস্থায় আনা যায়। তিনি বর্তমানে অবশ্য ঝুঁকিমুক্ত আছেন, তিনি এখন কথাও বলছেন ঠিকঠাক।’

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান কার্যনির্বাহী ডঃ রূপালী বসু জানিয়েছেন, সৌরভের পরিবারেরই হৃদরোগের ইতিহাস আছে। শনিবার দুপুরে যখন তাকে হাসপাতালে আনা হয়, রক্তচাপ, পালসের মতো ব্যাপারগুলো স্থিতিশীল ছিলো বলে জানা যায়।

সৌরভের দ্রুত আরোগ্য লাভের কামনা করে ইতোমধ্যেই বিবৃতি দিয়েছে বিসিসিআই। সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভকামনা জানিয়েছেন সৌরভের একসময়কার ওপেনিং সঙ্গী শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলিও।

এদিকে সৌরভের আরোগ্য লাভের কামনায় প্রার্থনা করেছেন সাবেক সতীর্থদের সবাই। তাকে দেখতে হাসপাতালে ছুটে গিয়েছেন পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল জগদীপ ধনখড়সহ আরও অনেক রাজনীতিবিদরা।

এনইউ