করোনা পরীক্ষায় নেগেটিভ নারী ক্রিকেটাররা
ছবি : সংগৃহীত
করোনার সংক্রমণের পর থেকেই মাঠের বাইরে ছিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের ক্রিকেটাররা। সেই বিশ্রাম শেষে মাঠের অনুশীলনে ফিরছেন টাইগ্রেসরা। আগামী ৪ জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে অনুশীলন ক্যাম্প। সেই ক্যাম্পে যোগ দিতে গত ২ জানুয়ারি করোনা পরীক্ষা করিয়েছিলেন ক্যাম্পে ডাক পাওয়া খেলোয়াড়রা। প্রথম করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে সবার।
২০২০ সালের গোড়ার দিকে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে গিয়েছিল সালমা খাতুনের দল। সেখান থেকে ফিরে আর মাঠে নামার সুযোগ পাননি তারা। করোনার কারণে মার্চ থেকে বন্ধ ছিল দেশের ক্রিকেট। এরপর পুরুষ ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্ট দিয়ে বাইশ গজের লড়াইয়ে ফিরলেও সুযোগ আসেনি মেয়েদের।
বিজ্ঞাপন
তবে নারী ক্রিকেটারদের আর বসিয়ে রাখতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনে নারীদের ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে প্রস্তুতি শুরু করে দিচ্ছে। এজন্য ৪ জানুয়ারি থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যাম্পের ব্যবস্থা করেছে বিসিবি। এই ক্যাম্পে ডাক পেয়েছেন সর্বমোট ২৯ জন খেলোয়াড়।
গত শনিবার ক্যাম্পের জন্য সর্বমোট ৪২ জনের করোনা পরীক্ষা করানো হয়। যেখানে খেলোয়াড় ছাড়াও টিম ম্যানেজমেন্ট, টিম বয় ও ড্রাইভার ছিলেন। সেই পরীক্ষায় ২৯ খেলোয়াড় সহ সকলের ফল নেগেটিভ এসেছে। বিষয়টি ঢাকা পোস্টকে জানিয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ। এরই মধ্যে সিলেটের টিম হোটেলে উঠেছেন খেলোয়াড়রা।
বিজ্ঞাপন
তৌহিদ জানালেন, 'করোনা পরীক্ষায় নারী খেলোয়াড় সহ যারা নমুনা নিয়েছিলেন, তাদের সবার ফল নেগেটিভ এসেছে। এখন তারা সিলেটের রওয়ানা করেছেন। সেখানে আজ টিম হোটেলে অবস্থা করবেন। আজ আর কোনো অনুশীলন নেই তাদের। আগামীকাল (৪ জানুয়ারি) থেকে ফিটনেস ট্রেনিং শুরু হবে। এরপর স্কিল অনুশীলন করবেন নারীরা।'
আগামী ৪ জানুয়ারি শুরু হয়ে এই ক্যাম্প চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে প্রায় ১ মাস ধরে চলা এই ক্যাম্পের মাঝে আরো একবার করোনা পরীক্ষা করানো হবে বলে জানান তৌহিদ।
তৌহিদ বলেন, 'একবার করোনা পরীক্ষা করেই আমরা বসে থাকবো না। ক্যাম্পের মাঝে অর্থাৎ ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমরা আরো একবার করোনা পরীক্ষা করাবো সবাইকে।'
ক্যাম্পে ডাক পেয়েছেন যারা-
সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মন্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিংকি, জাহানারা আলম, নাহিদা আক্তার, রিতু মনি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, শামীমা সুলতানা, সোবহানা মোস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতা হেনা হাসনাত, সুরাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমীন সুলতানা, ইসমা তানজিম, রুবাইয়া হায়দার ঝিলিক, মল্লিক, ফরিদা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুমাইয়া আক্তার।
টিআইএস/এটি