বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুশল পেরেরা। আগামী ১৬ মে ১৮ সদস্যের স্কোয়াড নিয়ে বাংলাদেশ পা রাখবেন তিনি। বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল না পাওয়ায় কেমন হবে লঙ্কানদের পরিকল্পনা?

বাংলাদেশ সফরে আসার আগে নিজ দেশের গণমাধ্যমকে ভারপ্রাপ্ত অধিনায়ক পেরেরা জানিয়েছেন, টাইগারদের বিপক্ষে ভয়ডরহীন ক্রিকেটে খেলতে চায় সফরকারীরা। ম্যাচ হারলেও মাঠের লড়াইয়ে দল হিসেবে আগ্রাসন ধরে রাখতে চায় শ্রীলঙ্কা।

পেরেরা বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভয়ডরহীন ক্রিকেট খেলার পক্ষে। আমার সাফল্য এখানেই। যখনই আমি ভয় নিয়ে খেলেছি, ভালো করতে পারিনি। আমি চাই অন্যরাও এ রকম খেলুক।’

সঙ্গে যোগ করেন পেরেরা, ‘আমরা যদি ভয়ডরহীন থাকি, এমনকি সেটি অনুশীলনেও, তাহলে মূল ম্যাচেও একইভাবে খেলা সম্ভব। আর এটাই আমি দলের সবাইকে বলেছি। যদি আমরা ভয় পাই তাহলে সামনে এগিয়ে যেতে পারবো না। আমি এখানে এমন একটি ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে চাই যারা আত্মবিশ্বাস নিয়ে প্রতিপক্ষকে মোকাবেলা করবে।’

বাংলাদেশ সফরে দলের নিয়মিত অধিনায়ক দিমুথ করুনারত্নে নেই। অ্যাঞ্জেলো ম্যাথিউস, সুরঙ্গা লাকলাম, দীনেশ চান্দিমালও আসছে না। একঝাক তরুণ নিজেদের মেলে ধরার সুযোগ পাচ্ছেন। পেরেরার বার্তা, কেউ দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকলে শতভাগ দিতে পারবে না।

ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, ‘ম্যাচ জিততে আমাদের ভয়ডরহীন ক্রিকেট খেলতে হবে। আপনি হারতে-ই পারেন কিন্তু ভয় পেলে চলবে না। কেউ দলে নিজের জায়গা নিয়ে উদ্বিগ্ন থাকলে শতভাগ দিতে পারবে না। খেলোয়াড়দের আমি যা বলতে চাই, তা হলো মাঠের লড়াইয়ে সবকিছু উজাড় করে দাও।’

টিআইএস