‘কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে!’- রবীন্দ্রনাথ ঠাকুর কি এমন দিনের কথা অনুধাবন করতে পেরেছিলেন? করোনাভাইরাস মহামারির মধ্যে ঈদ, আনন্দে ভাসার সুযোগ নেই! জাতীয় দলের ক্রিকেটাররা বছর জুড়ে ব্যস্ত থাকেন। এবার অবশ্য দেশেই আছেন, পেয়েছেন ঈদের ছুটিও। 

তবে এ ছুটি বাড়তি মাত্রা যোগ করেনি। পরিবার নিয়ে বাইরে কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ নেই। ঈদ আছে তবে আনন্দ নেই। ক্রিকেটাররা এমন দিনে বাসায় বসে গলা ছেড়ে গাইতেই পারেন, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে।

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ। গত ২ মে থেকে এর প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৩ মে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তার আগে ঈদের ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। স্বাস্থ্যবিধি মানতে খেলোয়াড়দের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অনেকের সঙ্গে কথা বলে জানা গেছে, কেউই ঝুঁকি নিয়ে বাইরে যেতে চান না। তবে ছুটি যেহেতু পেয়েছেন, ঈদে কে কোথায় অবস্থান করছেন ক্রিকেটাররা?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে দেশে ফেরা দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে হোটেলবন্দি আছেন। ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল এবার নিজ এলাকা চট্টগ্রামে যাননি। ঢাকাতেই ঈদ করছেন তিনি। ঢাকায় ঈদ করার তালিকায় আছেন মোহাম্মদ মিঠুন, ইমরুল কায়েস, তাসকিন আহমেদ, আফিফ হোসেনরা।

ঢাকার বাইরে ঈদ করতে যাওয়ার তালিকাটাও বেশ লম্বা। বাইরে যাওয়ার সুযোগ না থাকলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে নিজ নিজ এলাকায় গেছেন অনেকেই। মুশফিকুর রহিম ঈদের ছুটি কাটাচ্ছেন বগুড়ায়। মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত ময়মনসিংহে।

এছাড়াও মেহেদী হাসান মিরাজ খুলনায়, মুমিনুল হক কক্সবাজারে ছুটি কাটাতে গিয়েছেন। রুবেল হোসেন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, নাসুম আহমেদরা নিজ নিজ এলাকায় ঈদ করছেন।

টিআইএস