পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানের তালিকা করতে গেলে তাকে রাখতেই হবে। ওয়ানডেতে রান ৯৭২০। টেস্টে ৭৫৩০। সেই মোহাম্মদ ইউসুফ যখন কোন কথা বলেন তখন তো গুরুত্ব দিতেই হবে। তিনি এ সময়ের সেরা ব্যাটসম্যানের বিতর্কে এগিয়ে রাখলেন বিরাট কোহলিকে। 

পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা কোহলির সঙ্গে তুলনায় বাবর আজমকে এগিয়ে রাখলেও তিনি আছেন উল্টো পথে। ইউসুফ  পাকিস্তান অধিনায়কের তুলনায় সব দিক থেকেই ভারত অধিনায়ককে এগিয়ে রাখছেন। জানালেন তিনি বিরাট কোহলির ভক্ত।

ইউটিউবে এক অনুষ্ঠানে ইউসুফ বলেন, ‘আমি বিরাটকে কখনও অনুশীলন করার সময়ে দেখিনি। কিন্তু ওর কিছু অনুশীলনের ভিডিও আমি টুইটারে দেখেছি। এখন কেউ যদি আমাকে জিজ্ঞেস করে- বর্তমান যুগে ক্রিকেটটা কী, আমি তাহলে বলবো এটা সম্পূর্ণ ভাবে অনুশীলন নির্ভর। যে সব ক্রিকেটাররা ফিট আর ফাস্ট, তার মধ্যে এগিয়ে বিরাট কোহলি। ওর অসাধারণ পারফরম্যান্সের পিছনে এটাই বড় কারণ।’

৪৬ বছর বয়সী ইউসুফ আরও বলেন, ‘একদিনের ক্রিকেট ও টি-টোয়েন্টি মিলিয়ে বিরাটের শতরান ৭০টি। একদিনের ক্রিকেটে ১২০০০ রান। টেস্ট ক্রিকেটে হয়তো ১০ হাজার রান করে ফেলবে। টি-টোয়েন্টিতেও পরিসংখ্যান ভাল। তিন ফরম্যাট মিলিয়ে এখন বিরাটই এক নম্বর ব্যাটসম্যান।’ 

বাবর আজমকে নিয়ে ইউসুফ বলেন, ‘দেখুন, নিজের প্রতিভাকে কাজে লাগাতে হবে বাবরকে। এটা ঠিক ও কঠোর অনুশীলন করে। আমি সব সময় তরুণদের বলি, তারা যত বেশি কঠোর অনুশীলন করবে, ততই ম্যাচ খেলাটা সহজ হবে। বাবর একদিনের ক্রিকেটে ও এক নম্বরে রয়েছে। টি-টোয়েন্টিতে তিন নম্বরে। এটাই তো বড় প্রাপ্তি তিন ফরম্যাটে সেরা দশের মধ্যে আছে ও।’

এটি