মায়ের কথা রাখবেন তো রোনালদো?
তিনি যে মাতৃভক্ত সন্তান সেটি তো আর নতুন করে বলার দরকার নেই। মায়ের কথা ক্রিশ্চিয়ানো রোনালদো ফেলেছেন এমনটা শোনা যায়নি। কিন্তু এবার কি মায়ের কথা রাখবেন জুভেন্তাসের এই পর্তুগিজ মহা তারকা?
তবে ইতালিয়ান গণমাধ্যমের খবর-ক্রিশ্চিয়ানো রোনালদো অনেকটাই একঘরে পড়েছেন জুভেন্তাসে। তিনি নাকি তুরিনোর ক্লাব ছাড়ার কথাও ভাবছেন। তারপরই শুরু হয়েছে জল্পনা- কোন ক্লাবে যেতে পারেন ৩৬ বছর বয়সী সিআর সেভেন?
বিজ্ঞাপন
ঠিক এমনই যখন দৃশ্যপট, তখন তার মা ডলোরেস আভেইরো দিলেন চমকপ্রদ খবর। তিনি জানালেন, আদরের সন্তানকে ছোটবেলার ক্লাব স্পোর্টিং লিসবনে ফেরার জন্য অনুরোধ করবেন তিনি। ডলোরেস বলেন, ‘ওর সঙ্গে আমি নিজে কথা বলব। চেষ্টা করব যাতে সামনের বছর তাকে আলভালাদেতে (স্পোর্টিং লিসবনের স্টেডিয়ামের নাম) দেখা যায়।’
— 433 (@433) May 12, 2021
দিন দুয়েক আগেই ১৯ বছর পর পর্তুগালের ঘরোয়া চ্যাম্পিয়ন হয়েছে স্পোর্টিং। ট্রফি জয়ের পরই রোনালদোর বাড়ির সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন কিছু স্পোর্টিংয়ের সমর্থক। তখনই তাদের কথা হয় রোনালদোর মায়ের সঙ্গে। ভক্তরা ডলোরেসকে অনুরোধ করেন রোনালদোকে তার সাবেক ক্লাবে ফেরানোর জন্য। কথা দিয়েছেন ডলোরেস। কিন্তু মায়ের কথা রাখবেন তো রোনালদো?
বিজ্ঞাপন
এটি