মুক্ত হয়েই অনুশীলনে ফিরবেন সাকিব-মুস্তাফিজ
করোনাভাইরাস সংক্রমণের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ স্থগিত হয়ে যাওয়ায় গত ৬ মে দেশে ফিরে আসেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। ভারত থেকে ফেরায় ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হয় তাদের। সরকারের সঙ্গে দেনদরবারেও দুজনের কোয়ারেন্টাইন প্রক্রিয়া কমাতে পারেনি বাংলাদশ ক্রিকেট বোর্ড। তবুও শেষ মুহূর্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। সাকিব-মুস্তাফিজ যেদিনই কোয়ারেন্টাইন মুক্ত হবেন, বিশ্রাম না নিয়ে সরাসরি যোগ দেবেন অনুশীলন ক্যাম্পে।
ঢাকা পোস্টকে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেন, ‘তাদের কোয়ারেন্টাইন কমানোর বিষয়ে আমরা এখনো কোনও নির্দেশনা পাইনি। আসলে হাতে সময়ও তো খুব বেশি নেই। আমাদের চেষ্টা আছে একদিন আগেও যদি তাদের বের করা যায়।’
বিজ্ঞাপন
ভারতে গিয়ে ৭ দিনের কোয়ারেন্টাইন শেষে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন দুজন। সেখানেও জৈব সুরক্ষা বলয়ে ছিলেন সাকিব আর মুস্তাফিজ। আইপিএল থেকে ফিয়ে বাইরে বের হতে পারেননি তারা। এখন আলাদা দুটি হোটেলে কঠোর কোয়ারেন্টাইনে আছেন। এদিকে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। স্বাগতিক স্কোয়াডে নাম আছে অলরাউন্ডার সাকিব ও পেসার মুস্তাফিজের। দলের বাকি সদস্যরা দলীয় অনুশীলন শুরু করলেও এখনো যোগ দিতে পারেননি তারা।
হিসেব অনুযায়ী শেষ মুহূর্তে এসেও কোয়ারেন্টাইন প্রক্রিয়া শিথিল না হলে আগামী ১৯ মে শেষ হবে সাকিব-মুস্তাফিজের হোটেলবন্দি জীবন। তার আগেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়বে জাতীয় দল। সাকিব-মুস্তাফিজরা কি সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন নাকি তাদের মানসিক স্বাস্থ্য বিবেচনায় কিছুদিন ছুটি দেবে বোর্ড?
বিজ্ঞাপন
দেবাশিষ জানালেন, ‘তারা মানসিকভাবে সুস্থ আছেন। কোয়ারেন্টাইনে থাকলেও ফিজিওদের তত্ত্বাবধানে আছেন। হোটেল রুমে যেভাবে, যতটুকু শরীর চর্চা করা যায়, সেভাবে নিজেদেরকে ফিট করছেন। তাদের সঙ্গে কথা হয়েছে, কোয়ারেন্টাইন প্রক্রিয়া শেষ করে তারা অনুশীলনেই ফিরতে চান।’
টিআইএস/এটি