সাকিব-মুস্তাফিজের অনুশীলন শুরু বৃষ্টিস্নাত দিনে
অনুশীলনে সাকিব আল হাসান/বিসিবি
ঢাকার আকাশ তখন কাঁদছে অঝোরে। তাতে অনুশীলন শুরুতে হলো কিছুটা দেরি। বাড়ল অপেক্ষাও। কোয়ারেন্টাইন শেষে সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমানের অনুশীলনে ফেরার কথা ছিল যে আজই। অবশেষে সে অপেক্ষা ঘুচল বিকেল নাগাদ। বৃষ্টি শেষেই দলের সঙ্গে অনুশীলনে মাঠে নামলেন আইপিএল-ফেরত সাকিব-মুস্তাফিজ।
দু'জনে দেশে ফিরেছিলেন সেই ৬ মে। বিশেষ বিমানে ভারত থেকে দেশে ফেরার পরই পড়তে হলো প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের মুখে। ভারতে চলমান করোনা পরিস্থিতির কারণে এর বিকল্প কোনো উপায়ও ছিল না যে!
বিজ্ঞাপন
তবে বিসিবির চাওয়ায় একটু স্বস্তি পেয়েছেন দুজনে। ১৪ দিনের কোয়ারেন্টাইনের কথা থাকলেও ১২ দিনেই মিলেছে মুক্তি। ফলে ২০ মে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও সাকিব আর মুস্তাফিজ দলের সঙ্গে যোগ দিয়েছেন আজ ১৮ মে।
এর ফলে লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে নিজেদের প্রস্তুত করার জন্য বাড়তি সময় পেলেন তারা। সূচি অনুযায়ী আগামী ২৩ মে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। আর নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ আগামী ২১ মে, বিকেসপিতে।
বিজ্ঞাপন
এনইউ