কোচ দেশমের সঙ্গে বেনজেমা/ফাইল ছবি

বিষয়টা যে নিশ্চিত, দিন দুয়েক ধরে সে ধারণাই পাওয়া যাচ্ছিল ইউরোপীয় সংবাদ মাধ্যমে। বুধবার রাতে এল চূড়ান্ত ঘোষণা। প্রায় আধ দশক পর জাতীয় দলে ফেরেন কারিম বেনজেমা। এরপর ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি। 

ফ্রান্সের জার্সি গায়ে চড়িয়ে ২০১৫ সালের অক্টোবরে খেলেছিলেন শেষ ম্যাচটা। এরপর থেকেই মাঠের বাইরে কাণ্ড ঘটিয়ে দলে হয়ে পড়েছিলেন ব্রাত্য। অনেক জলঘোলা হয়েছে সে ঘটনার পর। অবশেষে গতকাল ফ্রান্সের ঘোষিত ইউরো দলে জায়গা মিলেছে তার। কারণটা যে শেষ বছর দেড়েক ধরে রিয়াল মাদ্রিদে তার দারুণ ফর্ম, তা বলাই বাহুল্য। সেজন্যে তো ফরাসি পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশন প্রদত্ত বাইরের লিগে খেলা সেরা ফরাসি পুরস্কারটাও জিতেছিলেন তিনি!

বেনজেমা দলে ফিরেই ফেসবুক পাতায় একটা পোস্ট করেন। যেখানে তিনি বলেন, ‘ফ্রান্স দলে ফিরতে পেরে, তাদের আস্থা অর্জন করতে পেরে আমি খুবই গর্বিত। আমার পরিবার, আমার ক্লাব, আমার বন্ধুরা, আর আপনাদের সবাই যারা আমাকে সমর্থন দিয়েছেন এবং প্রতিনিয়ত মানসিক শক্তি যোগান দিয়ে গেছেন তাদের সবাইকে ধন্যবাদ।’

দল থেকে ব্রাত্য হয়ে পড়ার পর বেনজেমা জানিয়েছিলেন, ফরাসি বর্ণবাদীদের খপ্পড়ে পড়ে দেশম এ সিদ্ধান্ত নিয়েছেন। এরপর কোচ দেশমও কম জাননি। জানিয়েছিলেন, বেনজেমার মন্তব্যগুলো কখনো ভুলবেন না তিনি।

সেই দেশমই এবার ডাকলেন বেনজেমাকে। কারণ হিসেবে ফ্রান্স কোচ বললেন, ‘আমি ইতোমধ্যে অন্যদের সঙ্গেও কঠিন পরিস্থিতিতে পড়েছি। কিন্তু ফ্রান্স দলটা আমার একার নয়, এটা সবার উর্ধ্বে। আমাদের মধ্যে কী কথা হয়েছে, তা বলতে পারছি না। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, তা হচ্ছে সে ফিরে এসেছে আর আমরা নিজেদের মধ্যে কথা বলেই বিষয়টার সমাধান বের করেছি।’

বছর তিনেক আগেই ফ্রান্স বিশ্বজয় করেছে ঝড়ের বেগে। সেই দলে যখন যোগ হবে বেনজেমার অভিজ্ঞতা, তা দলকে আরও ভালো না করেই পারে না, অভিমত দেশমের। বললেন, ‘জিরু আর বেনজেমার মধ্যে সবসময়ই প্রতিযোগিতা থাকবে। কিন্তু বেনজেমার অন্তর্ভুক্তির পর থেকে ফ্রান্স এখন আরও ভালো দল।’

এনইউ/এটি